ইসরায়েল সফরের পরিকল্পনা বাইডেনের : এপি
- প্রকাশের সময় : ০৭:০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৭৫ বার পঠিত
হককথা ডেস্ক : ইসরায়েল ও হামাসের লড়াইয়ের উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর বিমান হামলার মধ্যেই ত্রিমুখী আক্রমণে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ পরিস্থিতিতে শিগগিরই ইসরায়েল সফরের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে বলেছেন, সফর এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রেসিডেন্টের সম্ভাব্য ভ্রমণ সম্পর্কে প্রকাশ্যে আলোচনা করা নিষেধ।
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফর ইসরায়েলের প্রতি সমর্থনের শক্ত বার্তা দেবে। তবে গাজাকে দখল করে নেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে নেতানিয়াহুর সরকারকে সতর্ক করেছেন জো বাইডেন। সিবিএস নিউজকে তিনি বলেছেন, গাজা দখল করে নেওয়া হবে বিরাট ভুল পদক্ষেপ।
এদিকে ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপে গাজার হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে জ্বালানি। আর ২৪ ঘণ্টার মতো জ্বালানি মজুদ আছে জানিয়ে সতর্ক করেছে জাতিসংঘ।সংস্থাটির মানবিক দফতরের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘জেনারেটরের ব্যাকআপ না থাকায় হাজার হাজার রোগীর জীবন ঝুঁকির মুখে।’
কয়েকটি দেশসহ জাতিসংঘের ত্রাণ গাজায় পৌঁছাতে অপেক্ষা করছে মিসরে। কিন্তু ইসরায়েলি বোমা হামলার কারণে থমকে আছে এই কার্যক্রম।