নিউইয়র্ক ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / ১৫১ বার পঠিত

২০২৮ অলিম্পিকে দেখা যেতে পারে ক্রিকেট। ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ১২৮ বছর পর ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে পরিচিত অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য অলিম্পিকের আয়োজকদের কাছে সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (১০ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কর্তৃপক্ষ (এলএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের পাশাপাশি বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ ২০২৮ অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করার কথা অলিম্পিক কমিটিকে জানিয়েছে।

সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে হয়েছিল ক্রিকেট। আগামী ১৪ ও ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের সভায় ক্রিকেট অর্ন্তভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আমরা আনন্দিত যে, ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কর্তৃপক্ষ। যদিও এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো অলিম্পিকে ক্রিকেট দেখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক।’

তিনি আরও বলেন, ‘গত দুই বছরে নতুন ক্রীড়া মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন তাদের সমর্থনের জন্য আমি লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। আগামী সপ্তাহে ভারতে আইওসির অধিবেশনে গৃহীত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। সূত্র : কালবেলা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট!

প্রকাশের সময় : ০৫:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ১২৮ বছর পর ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে পরিচিত অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য অলিম্পিকের আয়োজকদের কাছে সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (১০ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কর্তৃপক্ষ (এলএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের পাশাপাশি বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ ২০২৮ অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করার কথা অলিম্পিক কমিটিকে জানিয়েছে।

সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে হয়েছিল ক্রিকেট। আগামী ১৪ ও ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের সভায় ক্রিকেট অর্ন্তভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আমরা আনন্দিত যে, ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কর্তৃপক্ষ। যদিও এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো অলিম্পিকে ক্রিকেট দেখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক।’

তিনি আরও বলেন, ‘গত দুই বছরে নতুন ক্রীড়া মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন তাদের সমর্থনের জন্য আমি লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। আগামী সপ্তাহে ভারতে আইওসির অধিবেশনে গৃহীত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। সূত্র : কালবেলা