ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে উদ্বেগ রাশিয়ার, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোর নিন্দা
- প্রকাশের সময় : ০৯:৩৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৯৬ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : ইসরাইলকে সমর্থন দিতে দেশটির কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বহনকারী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন একতরফা অবস্থানের সমালোচনা করেছে রাশিয়া। সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার নিন্দা জানান। তিনি বলেন, এই সংঘর্ষে তৃতীয় কোনো পক্ষের জড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। তাই উত্তেজনা কমাতে এবং সামরিক উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা বাদ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার উপায় খুঁজে বের করতে হবে।
একইসঙ্গে তিনি ইসরাইলি হামলার কারণে গাজার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে মস্কো অত্যন্ত উদ্বিগ্ন। সেখানে কি হচ্ছে তা জানা বেশ কষ্টকর। একইসঙ্গে গাজা ও ফিলিস্তিনে যে রুশ নাগরিকরা রয়েছে তাদের অবস্থা জানারও চেষ্টা করছে মস্কো। ক্রেমলিন জানিয়েছে, গাজা বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি।
তাই সেখানে যদি ইসরাইল বড় পর্যায়ের সামরিক অভিযান চালায় তাহলে অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হবেন।