পেসারদের তোপে বিপাকে ভারত
- প্রকাশের সময় : ০৯:৪১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৩৩ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ২০০ রানের লক্ষ্য। ঘরের দর্শকরা জয়ের আশা নিয়ে ভারতের ব্যাটিং দেখতে বসেছিল। কিন্তু দুই ওভার শেষের অবস্থা নিস্তব্ধ করে দিয়েছে তাদের। মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত।
ইনিংসের চতুর্থ বলে ইশান কিষাণকে স্লিপে ক্যামেরন গ্রিনের ক্যাচ বানান মিচেল স্টার্ক। গোল্ডেন ডাক মারেন ভারতীয় ওপেনার।
আরেক ওপেনার রোহিত শর্মাও রানের খাতা না খুলে বিদায় নেন। জশ হ্যাজেলউড তার তৃতীয় বলে ভারতের অধিনায়ককে এলবিডব্লিউ করেন। একই ওভারের শেষ বলে শ্রেয়াস আইয়ার শর্ট কভারে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ হন। তিনিও খালি হাতে ফেরেন।
অস্ট্রেলিয়াকে দুইশ রান করতে দেয়নি ভারত
শুরুতেই উইকেট হারালেও টসে জেতা অস্ট্রেলিয়া বড় ইনিংসের আশা জাগায়। কিন্তু ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ বাদে অন্যরা ব্যর্থ। ভারতের স্পিনারদের ঘূর্ণিতে দুইশও করতে পারেনি অজিরা। ৪৯.৩ ওভারে ১৯৯ রানে তাদের অলআউট করেছে স্বাগতিকরা।
তৃতীয় ওভারে মিচেল মার্শ স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দেন। জসপ্রীত বুমরার বলে উদ্বোধনী জুটি ভাঙার পর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার প্রতিরোধ গড়েন।
ওয়ার্নারকে হাফ সেঞ্চুরি করতে দেননি কুলদীপ যাদব। ৪১ রান করে ভারতীয় স্পিনারকে ফিরতি ক্যাচ দেন অজি ওপেনার। মার্নাস লাবুশেনেকে নিয়ে সতর্ক ব্যাটিং করেন স্মিথ। ৬৪ বলে ৩৬ রান যোগ করেন সাবেক অধিনায়ক। চার রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি স্মিথের (৪৬)।
রবীন্দ্র জাদেজা দুই ওভারে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার লড়াইয়ে ইতি টানেন। ৯ রানের ব্যবধানে তার শিকার স্মিথ, মার্নাস লাবুশেন (২৭) ও অ্যালেক্স ক্যারি (০)।
দেড়শর আগেই সাত উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে মিচেল স্টার্ক ছোট্ট প্রতিরোধ গড়েন। ২৫ রানে ভেঙে যায় তাদের জুটি।
১৬৫ রানে ৮ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে দুইশ রানের স্বপ্ন দেখাতে থাকেন স্টার্ক। কিন্তু পূরণ হয়নি। অ্যাডাম জাম্পাকে নিয়ে ৩৬ বলে ২৫ রান যোগ করেন তিনি। জাম্পা ১৮৯ রানে ফিরে যাওয়ার পর স্টার্ক আর ১০ রান তুলে মাঠ ছাড়লে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৫ বলে ২৮ রান করেন তিনি।
জাদেজা সর্বোচ্চ তিন উইকেট নেন ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে।দুটি করে উইকেট পান বুমরা ও কুলদীপ।
সূত্র : বাংলা ট্রিবিউন