নিউইয়র্ক ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবীতে ছুটি দাবী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / ৫২ বার পঠিত

ছবি: ঈদে মিলাদুন্নবী ছুটি

নিউইয়র্কের এ বছরের সেরা ঈদে মিলাদুন্নবী-২০২৩ উদযাপন গত ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ‘ঈদে মিলাদুন্নবীতে ছুটি চাই’ দাবীতে অনুষ্ঠিত হয় নিউইয়র্কের মিনি বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসে। ২০১২ সালের ঈদে মিলাদুন্নবী উদযাপনে যুক্তরাষ্ট্র সরকারের নিকট এমন ছুটি দাবী এই দেশে জন্মগ্রহণ করা মুসলিম-আমেরিকানদের নতুন প্রজন্মের একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে হয় এবং এই দাবীর সমর্থনে প্রচার ক্যাম্পেইন শুরু হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থিত ৩.৫ মিলিয়ন মুসলমান এবং যাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাদের প্রাণের এই দাবী বাস্তবায়নে প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে জেবিবিএ নিউইয়র্ক আয়োজিত ঈদে মিলাদুন্নবী’র মহা সম্মেলন।২৫ ডিসেম্বর ‘খ্রীসমাস’ ও জানুয়ারীর শেষ সোমবার ‘মার্টির লুথার কিং ডে’ হলিডের মতই ৫৭০ খিস্টাব্দের ১২ রবিউল আউয়ালের মোতাবেক দিন ‘এপ্রিলের শেষ সোমবার’ জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য ‘ঈদে মিলাদুন্নবী’তে ছুটির প্রস্তাবক মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম। জেবিএ’র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রস্তাবনাটি পেশ করলে হল ভরা উপস্থিতিরা দু’হাত উঁচু করে দাবীটির প্রতি সমর্থন জানান। সম্মেলনে জার্মানী, পাকিস্তান ও বাংলাদেশ থেকে অতিথি বক্তারা যোগদান করায় অনুষ্ঠানটি একটি আন্তর্জাতিক সেমিনারে রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উডসাইড আহলে বাইত জামে মসজিদের ইমাম শাইখ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী। জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমদ ও সাধারণ সম্পাদক তারেক হাসানের যৌথ পরিচালনায় বাদ মাগরির থেকে শুরু হওয়া এই সম্মেলন ছিল কানায় কানায় পরিপূর্ণ। অতিথিদের বক্তৃতার ফাঁকে ফাঁকে ও শুরুতে বিখ্যাত স্থানীয় ও আন্তর্জাতিক ক্বারী ও নাশীদানদের চমৎকার পরিবেশনা দর্শক-শ্রোতাদের আধ্যাত্মিকতার আমেজ বহুগুণে বাড়িতে দেয়। মধ্যরাত পর্যন্ত চলা ঈদে মিলাদুন্নবীর সেমিনারটি মিলাদ, বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত ও সালাতুল ইশার মাধ্যমে সমাপ্ত হয়।

উল্লেখ্য, এর আগের দিন ২৭ সেপ্টেম্বর বুধবার, সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসের বাৎসরির ‘ব্রেকিং ব্রেড, বিল্ডিং বন্ডস’ অনুষ্ঠানেও ‘ঈদে মিলাদুন্নবীতে ছুটি চাই’ এর আলোকে বিশেষ অতিথি হিসেবে ইমাম কাজী কায়্যূম মূলধারা পর্যায়ে এই ক্যাম্পেইন ও প্রস্তাবনাটি অনুষ্ঠানে সমবেত অতিথিদের সামনে তুলে ধরেন। বিশেষ অনুষ্ঠানটি পরিচালনা করেন মেয়র অফিসের বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধি ও মেয়রের এশিয়া বিষযক উপদেষ্টা ফাহাদ সোলায়মান। -প্রেস বিজ্ঞপ্তি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবীতে ছুটি দাবী

প্রকাশের সময় : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

নিউইয়র্কের এ বছরের সেরা ঈদে মিলাদুন্নবী-২০২৩ উদযাপন গত ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ‘ঈদে মিলাদুন্নবীতে ছুটি চাই’ দাবীতে অনুষ্ঠিত হয় নিউইয়র্কের মিনি বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসে। ২০১২ সালের ঈদে মিলাদুন্নবী উদযাপনে যুক্তরাষ্ট্র সরকারের নিকট এমন ছুটি দাবী এই দেশে জন্মগ্রহণ করা মুসলিম-আমেরিকানদের নতুন প্রজন্মের একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে হয় এবং এই দাবীর সমর্থনে প্রচার ক্যাম্পেইন শুরু হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থিত ৩.৫ মিলিয়ন মুসলমান এবং যাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাদের প্রাণের এই দাবী বাস্তবায়নে প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে জেবিবিএ নিউইয়র্ক আয়োজিত ঈদে মিলাদুন্নবী’র মহা সম্মেলন।২৫ ডিসেম্বর ‘খ্রীসমাস’ ও জানুয়ারীর শেষ সোমবার ‘মার্টির লুথার কিং ডে’ হলিডের মতই ৫৭০ খিস্টাব্দের ১২ রবিউল আউয়ালের মোতাবেক দিন ‘এপ্রিলের শেষ সোমবার’ জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য ‘ঈদে মিলাদুন্নবী’তে ছুটির প্রস্তাবক মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম। জেবিএ’র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রস্তাবনাটি পেশ করলে হল ভরা উপস্থিতিরা দু’হাত উঁচু করে দাবীটির প্রতি সমর্থন জানান। সম্মেলনে জার্মানী, পাকিস্তান ও বাংলাদেশ থেকে অতিথি বক্তারা যোগদান করায় অনুষ্ঠানটি একটি আন্তর্জাতিক সেমিনারে রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উডসাইড আহলে বাইত জামে মসজিদের ইমাম শাইখ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী। জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমদ ও সাধারণ সম্পাদক তারেক হাসানের যৌথ পরিচালনায় বাদ মাগরির থেকে শুরু হওয়া এই সম্মেলন ছিল কানায় কানায় পরিপূর্ণ। অতিথিদের বক্তৃতার ফাঁকে ফাঁকে ও শুরুতে বিখ্যাত স্থানীয় ও আন্তর্জাতিক ক্বারী ও নাশীদানদের চমৎকার পরিবেশনা দর্শক-শ্রোতাদের আধ্যাত্মিকতার আমেজ বহুগুণে বাড়িতে দেয়। মধ্যরাত পর্যন্ত চলা ঈদে মিলাদুন্নবীর সেমিনারটি মিলাদ, বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত ও সালাতুল ইশার মাধ্যমে সমাপ্ত হয়।

উল্লেখ্য, এর আগের দিন ২৭ সেপ্টেম্বর বুধবার, সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসের বাৎসরির ‘ব্রেকিং ব্রেড, বিল্ডিং বন্ডস’ অনুষ্ঠানেও ‘ঈদে মিলাদুন্নবীতে ছুটি চাই’ এর আলোকে বিশেষ অতিথি হিসেবে ইমাম কাজী কায়্যূম মূলধারা পর্যায়ে এই ক্যাম্পেইন ও প্রস্তাবনাটি অনুষ্ঠানে সমবেত অতিথিদের সামনে তুলে ধরেন। বিশেষ অনুষ্ঠানটি পরিচালনা করেন মেয়র অফিসের বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধি ও মেয়রের এশিয়া বিষযক উপদেষ্টা ফাহাদ সোলায়মান। -প্রেস বিজ্ঞপ্তি।