নিউইয়র্ক ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারী যে কোনো বাংলাদেশি পড়তে পারেন ভিসা নিষেধাজ্ঞায়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ডেস্ক : গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী যে কোনো বাংলাদেশির ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হতে পারে বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন।

ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গণমাধ্যম ব্যক্তিত্ব, মূলত সরকারের পক্ষে প্রচারণায় (প্রোপাগান্ডা) জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে—এমন প্রশ্নে মিলার বলেন, আমি কোনো নির্দিষ্ট পদক্ষেপ বা আগে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বলছি না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ঘোষণা অনুসারে, যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত বলে আমরা বিশ্বাস করি, সে সব আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছি। গত ২৪ মে ভিসা-নীতি ঘোষণার সময়ই আমরা স্পষ্ট করেছি যে, এই ভিসা-নীতি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্তে দায়ী বা জড়িত যে কোনো বাংলাদেশির ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা হতে পারে। তাই অন্য ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি যখন উপযুক্ত বলে মনে হবে, তখন তার ক্ষেত্রে তা প্রয়োগ করা হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমি যুক্তরাষ্ট্রের দূতাবাস ও দূতাবাসে কর্মরতদের নিরাপত্তা নিয়ে নির্দিষ্টভাবে বিস্তারিত বলব না। তবে কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি আমাদের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভিয়েনা কনভেনশন অনুসারে, প্রতিটি স্বাগতিক দেশকে অবশ্যই সব দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। কূটনীতিকদের ওপর যে কোনো হামলা প্রতিরোধে সব পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। আমরা আশা করি, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রসহ সব বিদেশি মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সূত্র : দৈনিক ইত্তেফাক

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারী যে কোনো বাংলাদেশি পড়তে পারেন ভিসা নিষেধাজ্ঞায়

প্রকাশের সময় : ০৮:৩৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ ডেস্ক : গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী যে কোনো বাংলাদেশির ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হতে পারে বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন।

ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গণমাধ্যম ব্যক্তিত্ব, মূলত সরকারের পক্ষে প্রচারণায় (প্রোপাগান্ডা) জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে—এমন প্রশ্নে মিলার বলেন, আমি কোনো নির্দিষ্ট পদক্ষেপ বা আগে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বলছি না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ঘোষণা অনুসারে, যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত বলে আমরা বিশ্বাস করি, সে সব আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছি। গত ২৪ মে ভিসা-নীতি ঘোষণার সময়ই আমরা স্পষ্ট করেছি যে, এই ভিসা-নীতি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্তে দায়ী বা জড়িত যে কোনো বাংলাদেশির ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা হতে পারে। তাই অন্য ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি যখন উপযুক্ত বলে মনে হবে, তখন তার ক্ষেত্রে তা প্রয়োগ করা হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমি যুক্তরাষ্ট্রের দূতাবাস ও দূতাবাসে কর্মরতদের নিরাপত্তা নিয়ে নির্দিষ্টভাবে বিস্তারিত বলব না। তবে কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি আমাদের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভিয়েনা কনভেনশন অনুসারে, প্রতিটি স্বাগতিক দেশকে অবশ্যই সব দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। কূটনীতিকদের ওপর যে কোনো হামলা প্রতিরোধে সব পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। আমরা আশা করি, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রসহ সব বিদেশি মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সূত্র : দৈনিক ইত্তেফাক