সভাপতি পদে মহিউদ্দিন ও সা. সম্পাদক পদে বুলবুল পুন:নির্বাচিত
- প্রকাশের সময় : ০২:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
- / ১০৬৯ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র আগামী দুই বছরের (২০১৬-২০১৭) কমিটিতে সভাপতি পদে বর্তমান সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল পুনরায় মনোনীত (নির্বাচিত) হয়েছেন। কাউন্সিলের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় এক সপ্তাহের মধ্যে সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সিদ্ধান্ত হয়। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটসস্থ পালকি পার্টি সেন্টারে গত ২৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত কাউন্সিলের সাধারণ সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান। সভা পরিচালনা করেন আব্দুল বাছিত খান বুলবুল। সভায় গত দুই বছরের আয় ব্যয়ের হিসাব ছাড়াও সংগঠনের কর্মকান্ড তুলে ধরা হয় এবং তা পাশ হয়। সভার এক সিদ্ধান্তে বিভিন্ন খাতে সংগঠনের কিছু অর্থ পরিশোধ বকেয়া থাকায় তা কাউন্সিলের কর্মকর্তাদের বিশেষ অনুদানের মাধ্যমে পরিশোধের সিদ্ধান্ত হয়।
সভায় নতুন কমিটি গঠনের প্রক্কালে সভাপতি পদের জন্য মহিউদ্দিন দেওয়ান ও দুলাল মিয়া (হাজী এনাম) এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল বাসিত খানন বুলবুল, জুয়েল আহমেদ ও আরিফুরের রহমানের নাম প্রস্তাব/প্রার্থী হিসেবে উঠলেও সভায় আলোচনার ভিত্তিতে সভাপতি পদে মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক পদে বুলবুলকে মনোনীত করা হয়। এর আগে মহিউদ্দিনের পক্ষে হাজী এনাম এবং বুলবুলের পক্ষে জুয়েল-আরিফ তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
সভায় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার উপদেষ্টা, সকল কর্মকর্তা এবং টুর্নামেন্টে অংশ গ্রহণকারী ক্লাবগুলোর কর্মকর্তা ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা তাদের বক্তব্যে আগামী দিনে আরো সুন্দর ও সুষ্ঠুভাবে সংগঠন পরিচালনা ও ফুটবল লীগ আয়োজনে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সংগঠনের উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা কামাল আহমেদ, ছদরুন নূর, আজম চৌধুরী, দুলাল মিয়া (হাজী এনাম), সহ সভাপতি আনোয়ার হোসেন, আব্দুল হাসিব হাসনু, বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজবা আবদীন ও অর্থ সম্পাদক ওয়াহিদ কাজী এলিন সহ মোহাম্মদ আনোয়ার হোসাইন, সাইকুল ইসলাম, তৈয়বুর রহমান টনি, আব্দুল মতিন পারভেজ, জাকির হোসেন, জহির উদ্দিন জুয়েল, ইমদাদুর রহমান চৌধুরী, রুহেল চৌধুরী, শাহদাত হোসেন, সানি মোল্লা, আবু তাহের আসাদ, সাদী মিন্টু, মীর জাকির হোসেন, হেলালুর রহমান, আব্দুল কাদির লিপু, আরিফুর রহমান, জুয়েল আহমেদ, রিজু মোহাম্মাদ, মিনহাজ, রহমান, মনিরুল ইসলাম, নিজামুল ইসলাম প্রমুখ সহ প্রায় অর্ধশত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রবাসে সর্বজনীন সংগঠন হিসেবে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সুনাম ও ঐতিহ্য রয়েছে। দলমত-নির্বিশেষে সর্বস্তরের ক্রীড়ামোদীরা এই সংগঠনের সাথে জড়িত। প্রতিবছর ফুটবল লীগ আয়োজন স্পোর্টস কাউন্সিলের অন্যতম প্রশংসনীয় কর্মকান্ড।