আ. লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়নে উপকমিটি গঠিত
- প্রকাশের সময় : ০৫:৫২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৭ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়নে উপকমিটি গঠন হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও সদস্যসচিব হয়েছেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।
নবগঠিত নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির সদস্যসচিব সেলিম মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউ ইয়র্ক যাওয়ার আগে এ কমিটির অনুমোদন দেন। আগামীকাল বৃহস্পতিবার উপকমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, উপকমিটিতে গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা রয়েছেন। উপকমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন মশিউর রহমান, অনুপম সেন, খন্দকার বজলুল হক, আ আ ম স আরেফিন সিদ্দিক, সাত্তার মণ্ডল, শামসুল আলম, দীপু মনি, হাছান মাহমুদ, সাজ্জাদুল হাসান, বিপ্লব বড়ুয়া, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ওয়াসিকা আয়েশা খান, শ ম রেজাউল করিম, মোহাম্মদ এ আরাফাত, মাহফুজুর রহমান, মাকসুদ কামাল, সাদেকা হালিম, জুনায়েদ আহমেদ পলক, সায়েম খান, শেখর দত্ত, খায়রুল হোসেন, তারানা হালিম। সূত্র : কালেরকণ্ঠ