নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই

- প্রকাশের সময় : ১০:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৪ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ছাড়া ভোটার বিহীন নির্বাচনের আওয়ামী লীগ সরকারের ‘চা-এর আমন্ত্রণ’ তো দূরের কথা কোন আমন্ত্রনেও বিএনপি যাবে না। আমারা তাঁর বিদেশে চিকিৎসা চাই। আর নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু, অবাধ আর নিরপেক্ষ হবে না। আমরা তাকে অনেক বিশ্বাস করেছি, আর নয়। তিনি বলেন, গোখড়া সাপ-কে বিশ্বাস করা যায়, কিন্তু শেখ হসিনা-কে আর বিশ্বাস করা যায় না। তিনি বলেন, বিএনপি’র নেতৃত্বেই দেশে ভোট আর ভাতের অধিকার নিশ্চিত করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ভাষণের সময় বিএনপি আয়োজিত প্রতিবাদ, কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশে যোগদান উপলক্ষ্যে নিউইয়র্ক সফরে আগত বিএনপি নেতা এম এ মালেক-এর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। খবর ইউএনএ’র।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), যুক্তরাষ্ট্র এই সংবর্ধার আয়োজন করে। যুক্তরাষ্ট্র জাসাস-এর আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জাসাস-এর জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য চিত্র নায়ক হেলাল খান, বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, গিয়াস উদ্দিন আহমেদ, ফয়ছল আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির ভূইয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ বাতিন ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র-এর সভাপতি মোঃ বাবর উদ্দিন। এছাড়াও অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি এডঃ জামাল আহমেদ জনি, নিয়াজ আহমেদ জুয়েল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাখাওয়াত হোসেন আজম, মহিলা বিষয়ক সৈয়দা মাহমুদা শিরিন, নিউইয়র্ক সিটি বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এম এ খালেক ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ, ইউএসএ’র সভাপতি রাজু আহমেদ।
যুক্তরাষ্ট্র জাসাস-এর সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দীর সঞ্চালায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা নুর নবী এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন নিউইর্য়ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমদ, যুক্তরাষ্ট্র জাসাস’র সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ হায়দার আলী এবং সিনিয়র সদস্য সচিব আনোয়ার হোসেন, নিউইয়র্ক সিটি জাসাস’র যুগ্ম আহ্বায়ক, মূলধারার রাজনীতিক ও কমিউনিটির পরিচিত মুখ জাবেদ উদ্দিন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, ছাত্রদল নেতা দেওয়ান মেহরাজ চৌধুরী, জাকারিয়া অপু, শাহরুখ ইসলাম ফারহান ও জাসাস নেতা আশরাফুল হাসান প্রমুখ।
সভায় এম এ মালেক আওয়ামী লীগ সরকারকে ‘ভোট ডাকাত, ভোট চোর, মধ্যরাতের ভোটের সরকার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ভয়ের কিছু নেই, ধৈর্য্য ধরুন। যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তাতে তার আর বেশী দিন নেই। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কোন দেশেই কোন অভিযোগ নেই। আওয়ামী লীগ সরকার তার জনপ্রিয়তায় প্রতিহিংসার রাজনীতি করছে। তারেক রহমান নয় বরং জয়-পতুলরাই দেশের অর্থ বিদেশে পাচার করছেন বলেও তিনি অভিযোগ করেন। দলের প্রতি অস্থাশীল থেকে দলকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, তিনি (তারেক রহমান) আগামীতে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি দেবেন।
হেলাল খান বলেন, আমার বন্ধু এম এ মালেক বিএনপি’র একজন ত্যাগী আর সাহসী নেতা। আজ আমাদের একটাই দাবী শেখ হাসিনার সরকারের পদত্যাগ। সরকারের পায়ের নীচে মাটি নেই। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন চলবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা এম এ মালেক ছাড়াও সভায় উপস্থিত ফ্লোরিডা বিএনপি’র সাবেক সভাপতি দিনাজ খান, পেনসিলভেনিয়া বিএনপি’র সভাপতি শাহ ফরিদ ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন নাহিদ নিয়াজ, ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, জর্জিয়া বিএনপি’র সভাপতি নাহিদুল খান সাহেল ও সাধারণ সম্পাদক মামুন শরীফ, মিশিগান বিএনপি’র সভাপতি দেওয়ান আকমল চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, নিউ ইংল্যান্ড বিএনপি সভাপতি সৈয়দ বদরে আলম ও সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান, নিউজার্সী ষ্টেট বিএনপি’র সভাপতি মোহাম্মদ রানা কবির ও সাধারণ সম্পাদক মো: মামুনুল হক, ভার্জেনিয়া বিএনপি’র সদস্য সচিব মো. তোফায়েল আহমেদ, কানাডার কুইবেক ষ্টেট বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান-কে ফুল দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও সিনিয়র সহ সভাপতি এম এইচ রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেরুজ্জামান সজল, সহ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আকাশ সভায় উপস্থিত ছিলেন।
সভায় সিলেট জেলা বিএনপি’র সাবেক নেতা মোহাম্মদ হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দলের উল্লেখযোগ্য নেতার মধ্যে সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোফাজ্জল ভুইয়া, যুগ্ম সম্পাদক রুহেল আমিন উপস্থিত ছিলেন এছাড়াও যুক্তরাষ্ট্র জাসাস-এর আহবায়ক কমিটি’র যুগ্ম আহবায়ক যথাক্রমে শামীম আহমেদ, খালেদ আহমদ খান, এলিজা আক্তার মুক্তা, সুলতানা খানম, সজীব চোধুরী ফয়ছল, সদস্য যথাক্রমে মুজিবুর রহমান লাভলু, তানভীন ফাতেমা রিয়া, রুহেলুজ্জামান চৌধুরী, তারেক আহমেদ, মোঃ মান্নান, ফয়ছল আহমদ, ডা. নার্গিস রহমান, মাকসুদুল হক, মোঃ মইনুল হোসেন বাবু, আশরাফুল হাসান, আমিরুল ইসলাম (জেনিফ), সালেহ আহমেদ মানিক, ইঞ্জি. মোঃ নুরুল নবী, ম ম জসীম, নুরে আলম উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।