নিউইয়র্ক ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কী ভাবছে পাকিস্তান?

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫ বার পঠিত

ইসরায়েল-পাকিস্তানের পতাকা

আর্ন্তজাতিক ডেস্ক :  ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে স্থাপনে আগ্রহী এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তান। এমন গুঞ্জন অনেক দিন থেকেই। এ বিষয়ে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস বলেছেন, ‘সম্পর্ক স্থাপনের আগে পাকিস্তানের জাতীয় এবং ফিলিস্তিনের জনগণের স্বার্থ বিবেচনা করেই নির্ধারণ করা হবে।’ রবিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।

মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের প্রসঙ্গে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন জলিল আব্বাস। কোহেন ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজের প্রতিবেদনে বলেন, ‘৬ অথবা ৭টি ইসলামিক দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে।’

তিনি দাবি করেছেন, সম্প্রতি কয়েকটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যেসব দেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তবে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, তার দেশের কোনও কর্মকর্তাদের সঙ্গে কোহেনের সম্প্রতি সাক্ষাৎ হয়নি।

গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়। এরদোয়ান-নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইয়র্কে ছিলেন। সেখানকার তুর্কি হাউজে দুই দেশের প্রতিনিধি দলসহ মুখোমুখি বৈঠকে অংশ নেন তারা। দুই দেশ বাণিজ্যসহ নানা ইস্যুতে আলোচনা করেছে বলে, খবর এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

এরপরই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের দ্রুতগতিতে সম্পর্ক উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। ফক্স নিউজকে গত বুধবার সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেন, ‘প্রতিদিনই দুই দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে। প্রতিদিনই আমরা কাছাকাছি হচ্ছি।’

এসব ঘটনায় পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, ‘অদূর ভবিষ্যৎ-পাকিস্তানকে এমন সিদ্ধান্ত যেন নিতে না হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কী ভাবছে পাকিস্তান?

প্রকাশের সময় : ০৮:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক :  ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে স্থাপনে আগ্রহী এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তান। এমন গুঞ্জন অনেক দিন থেকেই। এ বিষয়ে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস বলেছেন, ‘সম্পর্ক স্থাপনের আগে পাকিস্তানের জাতীয় এবং ফিলিস্তিনের জনগণের স্বার্থ বিবেচনা করেই নির্ধারণ করা হবে।’ রবিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।

মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের প্রসঙ্গে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন জলিল আব্বাস। কোহেন ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজের প্রতিবেদনে বলেন, ‘৬ অথবা ৭টি ইসলামিক দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে।’

তিনি দাবি করেছেন, সম্প্রতি কয়েকটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যেসব দেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তবে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, তার দেশের কোনও কর্মকর্তাদের সঙ্গে কোহেনের সম্প্রতি সাক্ষাৎ হয়নি।

গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়। এরদোয়ান-নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইয়র্কে ছিলেন। সেখানকার তুর্কি হাউজে দুই দেশের প্রতিনিধি দলসহ মুখোমুখি বৈঠকে অংশ নেন তারা। দুই দেশ বাণিজ্যসহ নানা ইস্যুতে আলোচনা করেছে বলে, খবর এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

এরপরই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের দ্রুতগতিতে সম্পর্ক উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। ফক্স নিউজকে গত বুধবার সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেন, ‘প্রতিদিনই দুই দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে। প্রতিদিনই আমরা কাছাকাছি হচ্ছি।’

এসব ঘটনায় পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, ‘অদূর ভবিষ্যৎ-পাকিস্তানকে এমন সিদ্ধান্ত যেন নিতে না হয়।