নিউইয়র্ক ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অক্টোবরে নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০০ বার পঠিত

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৭ ও ৮ অক্টোবর (শনি ও রবিবার) দুই দিনব্যাপী ‘হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। গত ২৮ আগস্ট নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। উক্ত বই মেলার আয়োজক হিসেবে থাকবে শোটাইম মিউজিক, ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র এবং সহযোগিতায় থাকবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

গত পাঁচ বছর ধরে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা। তবে এবার বই মেলাটি ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হবে। আগে শুধু হুমায়ূন আহমেদের বই প্রদর্শিত ও বিক্রি হতো। কিন্তু এবার প্রবাসী লেখকসহ বাংলা সাহিত্যের স্বনামধন্য সব লেখকের বই থাকবে। আশা করা হচ্ছে, এবারের মেলায় বাংলাদেশ থেকে দশ-বারোটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিবে।

একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আগামী ৭ অক্টোবর বই মেলার উদ্বোধন করা হবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা। হুমায়ূন আহমেদের চলচ্চিত্রও প্রদর্শিত হবে। এছাড়া দুদিনে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত ও প্রবাসী শিল্পীরা।

জানা গেছে, দুই দিনব্যাপী এই হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’য় অংশগ্রহণ করবেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক কবি মিশুক সেলিম, সাহিত্য অ্যাকাডেমি নিউইয়র্কের প্রেসিডেন্ট মোশারফ হোসাইন, নিউইয়র্ক বাংলা ডট কম-এর সম্পাদক আকবর হায়দার কিরণ এবং লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ।

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অক্টোবরে নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা

প্রকাশের সময় : ১১:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৭ ও ৮ অক্টোবর (শনি ও রবিবার) দুই দিনব্যাপী ‘হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। গত ২৮ আগস্ট নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। উক্ত বই মেলার আয়োজক হিসেবে থাকবে শোটাইম মিউজিক, ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র এবং সহযোগিতায় থাকবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

গত পাঁচ বছর ধরে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা। তবে এবার বই মেলাটি ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হবে। আগে শুধু হুমায়ূন আহমেদের বই প্রদর্শিত ও বিক্রি হতো। কিন্তু এবার প্রবাসী লেখকসহ বাংলা সাহিত্যের স্বনামধন্য সব লেখকের বই থাকবে। আশা করা হচ্ছে, এবারের মেলায় বাংলাদেশ থেকে দশ-বারোটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিবে।

একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আগামী ৭ অক্টোবর বই মেলার উদ্বোধন করা হবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা। হুমায়ূন আহমেদের চলচ্চিত্রও প্রদর্শিত হবে। এছাড়া দুদিনে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত ও প্রবাসী শিল্পীরা।

জানা গেছে, দুই দিনব্যাপী এই হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’য় অংশগ্রহণ করবেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক কবি মিশুক সেলিম, সাহিত্য অ্যাকাডেমি নিউইয়র্কের প্রেসিডেন্ট মোশারফ হোসাইন, নিউইয়র্ক বাংলা ডট কম-এর সম্পাদক আকবর হায়দার কিরণ এবং লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ।

বেলী/হককথা