নিউইয়র্ক ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কাদামাটির মধ্যে আটকা ৭০ হাজার মানুষ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : নেভাদা মরুভূমিতে বার্নিং ম্যান উৎসবে যোগদানকারী ৭০ হাজারেরও বেশি লোক কাদামাটির মধ্যে আটকা পড়ে আছে। শনিবার ব্যাপক ঝড়-বৃষ্টির পর উৎসব যোগদানকারীদের নিরাপদে আশ্রয় নিতে এবং খাদ্য ও পানি সংরক্ষণ করতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে উৎসবের স্থান ব্ল্যাক রক সিটিতে প্রবেশ বন্ধ ছিল। তারা বলেছেন, ‘গত ২৪ ঘন্টা ধরে বৃষ্টি এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যার জন্য মরুভূমির উপর যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধের প্রয়োজন ছিল। আগামী কয়েকদিন ধরে আরও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং মরুভূমিতে যানবাহন প্রবেশের অনুমতি দেওয়ার জন্য পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হওয়ার আশঙ্কাও করা হচ্ছে।’

আরোও পড়ুন । রাশিয়ার সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ভাঙল ইউক্রেন

পুলিশ জানিয়েছে, ‘প্রবল বৃষ্টিজনিত ঘটনায়’ উৎসবে যোগদানকারী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। উৎসবে ২২ বছর ধরে যোগদানকারী পল রিডার জানিয়েছেন, পুরো উৎসবস্থল ঘন কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। সেখানে চলাফেরা করা মুশকিল হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি ভিডিও কলে বলেছেন, ‘সৌভাগ্যক্রমে আমরা প্রচুর খাদ্যপণ্য মজুদসহ একটি মোটামুটি বড় ক্যাম্পে আছি। একটি সম্প্রদায় হিসাবে, প্রত্যেকে একে অপরের সাথে সবকিছু ভাগ করে নিচ্ছে।’

যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের ব্ল্যাক রক মরুভূমিতে আগস্ট মাসের সপ্তাহের শেষ সোমবার থেকে সপ্তাহব্যাপী বার্নিং ম্যান উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের লক্ষ্য হচ্ছে দর্শনার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে, একটি বিশাল কাঠের মূর্তি। প্রায় ৬০ ফুট উঁচু মানুষের আদলে তৈরি করা মূর্তিতে আগুন দেওয়া হয় উৎসবে। সূত্র : রিসিং বিডি

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কাদামাটির মধ্যে আটকা ৭০ হাজার মানুষ

প্রকাশের সময় : ০১:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : নেভাদা মরুভূমিতে বার্নিং ম্যান উৎসবে যোগদানকারী ৭০ হাজারেরও বেশি লোক কাদামাটির মধ্যে আটকা পড়ে আছে। শনিবার ব্যাপক ঝড়-বৃষ্টির পর উৎসব যোগদানকারীদের নিরাপদে আশ্রয় নিতে এবং খাদ্য ও পানি সংরক্ষণ করতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে উৎসবের স্থান ব্ল্যাক রক সিটিতে প্রবেশ বন্ধ ছিল। তারা বলেছেন, ‘গত ২৪ ঘন্টা ধরে বৃষ্টি এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যার জন্য মরুভূমির উপর যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধের প্রয়োজন ছিল। আগামী কয়েকদিন ধরে আরও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং মরুভূমিতে যানবাহন প্রবেশের অনুমতি দেওয়ার জন্য পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হওয়ার আশঙ্কাও করা হচ্ছে।’

আরোও পড়ুন । রাশিয়ার সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ভাঙল ইউক্রেন

পুলিশ জানিয়েছে, ‘প্রবল বৃষ্টিজনিত ঘটনায়’ উৎসবে যোগদানকারী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। উৎসবে ২২ বছর ধরে যোগদানকারী পল রিডার জানিয়েছেন, পুরো উৎসবস্থল ঘন কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। সেখানে চলাফেরা করা মুশকিল হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি ভিডিও কলে বলেছেন, ‘সৌভাগ্যক্রমে আমরা প্রচুর খাদ্যপণ্য মজুদসহ একটি মোটামুটি বড় ক্যাম্পে আছি। একটি সম্প্রদায় হিসাবে, প্রত্যেকে একে অপরের সাথে সবকিছু ভাগ করে নিচ্ছে।’

যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের ব্ল্যাক রক মরুভূমিতে আগস্ট মাসের সপ্তাহের শেষ সোমবার থেকে সপ্তাহব্যাপী বার্নিং ম্যান উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের লক্ষ্য হচ্ছে দর্শনার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে, একটি বিশাল কাঠের মূর্তি। প্রায় ৬০ ফুট উঁচু মানুষের আদলে তৈরি করা মূর্তিতে আগুন দেওয়া হয় উৎসবে। সূত্র : রিসিং বিডি

বেলী/হককথা