নিউইয়র্ক ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নয়া লুকে নজর কাড়লেন জয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ১০৪ বার পঠিত

বিনোদন ডেস্ক :  ফ্যাশন সচেতনতার জন্য বেশ জনপ্রিয় জয়া আহসান। নানা সময়ে নানা লুকে ক্যামেরায় ধরা দেন এ জনপ্রিয় অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মধ্যে বেশ আগ্রহও থাকে। এবারও তাই হয়েছে। নতুন লুকে আলোচনায় এসেছেন জয় আহসান। সম্প্রতি দুটি ওয়েস্টার্ন লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। প্রথম লুকে সোনালি স্লিভলেস মিডি জামা পরেছেন জয়া। পুরো পোশাকেই রয়েছে সিকুইন আর এমব্রয়ডারির নিখুঁত কাজ। এর সঙ্গে অভিনেত্রীর সাজেও রেখেছেন গ্ল্যামারের ছোঁয়া। গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিকের সঙ্গে হালকা কাজল মাশকারা আর কালো-বাদামি আইশ্যাডোয় সেজেছেন তিনি।

এই লুকের সঙ্গে অভিনেত্রী চুলে করেছেন স্টাইলিশ স্লিক বান। গয়না ও অনুষঙ্গ হিসেবে কানে পরেছেন সাদা পাথরের স্টাড, হাতে আংটি আর সোনালি ঘড়ি। সবশেষে লুক পরিপূর্ণ করতে জয়া আহসান এই আউটফিটের সঙ্গে সোনালি হাই হিল বেছে নিয়েছেন। দ্বিতীয় লুকে যেন ‘সুইট সিক্সটিন’জয়া আহসান। ফুলস্লিভ নিটের টপের সঙ্গে সাটিন ফেব্রিকের মিডি স্কার্ট পরেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। এর সঙ্গে জয়ার সাজ আর অনুষঙ্গও বেশ নজর কেড়েছে অনুরাগীদের। মিনিমাল মেকআপ, গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিক আর হালকা ব্লাশন দিয়েছেন অভিনেত্রী।

তারপর মাঝসিঁথি করে ছেড়ে দিয়েছেন চুল। গয়না হিসেবে সোনার চেইন আর আকর্ষণীয় কালো সানগ্লাস পরেছেন তিনি। এই সাজের সঙ্গেও জয়া হাই হিলকে প্রাধান্য দিয়েছেন। কালো-সোনালি হিলে জয়া আহসান তার লুক সম্পূর্ণ করেছেন। জয়া আহসান বর্তমানে ব্যস্ত রয়েছেন কলকাতার সিনেমা ‘দশম অবতার-এর কাজ নিয়ে। এটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে কাজ করছেন নির্মাতা-নায়িকা জুটি। এর আগে পরিচালকের ‘রাজকাহিনী ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছেন জয়া আহসান। ‘দশম অবতার সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

সুমি/হককথা

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নয়া লুকে নজর কাড়লেন জয়া

প্রকাশের সময় : ০৩:৪৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক :  ফ্যাশন সচেতনতার জন্য বেশ জনপ্রিয় জয়া আহসান। নানা সময়ে নানা লুকে ক্যামেরায় ধরা দেন এ জনপ্রিয় অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মধ্যে বেশ আগ্রহও থাকে। এবারও তাই হয়েছে। নতুন লুকে আলোচনায় এসেছেন জয় আহসান। সম্প্রতি দুটি ওয়েস্টার্ন লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। প্রথম লুকে সোনালি স্লিভলেস মিডি জামা পরেছেন জয়া। পুরো পোশাকেই রয়েছে সিকুইন আর এমব্রয়ডারির নিখুঁত কাজ। এর সঙ্গে অভিনেত্রীর সাজেও রেখেছেন গ্ল্যামারের ছোঁয়া। গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিকের সঙ্গে হালকা কাজল মাশকারা আর কালো-বাদামি আইশ্যাডোয় সেজেছেন তিনি।

এই লুকের সঙ্গে অভিনেত্রী চুলে করেছেন স্টাইলিশ স্লিক বান। গয়না ও অনুষঙ্গ হিসেবে কানে পরেছেন সাদা পাথরের স্টাড, হাতে আংটি আর সোনালি ঘড়ি। সবশেষে লুক পরিপূর্ণ করতে জয়া আহসান এই আউটফিটের সঙ্গে সোনালি হাই হিল বেছে নিয়েছেন। দ্বিতীয় লুকে যেন ‘সুইট সিক্সটিন’জয়া আহসান। ফুলস্লিভ নিটের টপের সঙ্গে সাটিন ফেব্রিকের মিডি স্কার্ট পরেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। এর সঙ্গে জয়ার সাজ আর অনুষঙ্গও বেশ নজর কেড়েছে অনুরাগীদের। মিনিমাল মেকআপ, গ্লসি ন্যুড পিঙ্ক লিপস্টিক আর হালকা ব্লাশন দিয়েছেন অভিনেত্রী।

তারপর মাঝসিঁথি করে ছেড়ে দিয়েছেন চুল। গয়না হিসেবে সোনার চেইন আর আকর্ষণীয় কালো সানগ্লাস পরেছেন তিনি। এই সাজের সঙ্গেও জয়া হাই হিলকে প্রাধান্য দিয়েছেন। কালো-সোনালি হিলে জয়া আহসান তার লুক সম্পূর্ণ করেছেন। জয়া আহসান বর্তমানে ব্যস্ত রয়েছেন কলকাতার সিনেমা ‘দশম অবতার-এর কাজ নিয়ে। এটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে কাজ করছেন নির্মাতা-নায়িকা জুটি। এর আগে পরিচালকের ‘রাজকাহিনী ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছেন জয়া আহসান। ‘দশম অবতার সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

সুমি/হককথা