নিউইয়র্ক ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিকরা ক্ষমা চাইলেন দীপিকার কাছে !

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ৫১ বার পঠিত

বিনোদন ডেস্ক : ইদানীং বলিউড তারকাদের সাথে ফটোগ্রাফারদের খুটখাট লেগেই আছে। কিছুদিন আগে সানি দেওল এয়ারপোর্টে এক ভক্ত সেলফি তুলতে গেলে হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠেন শুরু হয় সমালোচনা। এর বাইরে তারকাদের জিম এর বাইরেও কোনো পার্টি হলে তার ফটকের সামনে আর বিমানবন্দরে তো থাকেনই সবসময়।

তবে এবারে ঘটলো দীপিকা পাডুকোনের সাথে। বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাডুকোন। শুধু অভিনেত্রী হিসাবে নয়, নিজের ব্যবহার ও মিষ্টি স্বভাবের জন্যই আলোকচিত্রী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে বেশ জনপ্রিয়। মুম্বাইতে যতই আলোকচিত্রীরা প্রতি মুহূর্তে খ্যাতনামীদের পিছনে ধাওয়া করে তাঁকে বিরক্ত করুন, বরাবরই হাসিমুখে তাদের পোজ দিয়েছেন দীপিকা। তবে এবারে ঘটল উল্টো ঘটনা। ক্যামেরা দেখামাত্রই মেজাজ হারালেন বলিউডের ‘পদ্মাবতী’। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওচিত্র। দিন কয়েক আগে পোশাকশিল্পী মণীশ মলহোত্রের শো-তে মঞ্চ মাতান দীপিকার স্বামী রণবীর সিংহ। এ বছর রণবীরের সঙ্গী ছিলেন পর্দার রানি অর্থাৎ আলিয়া ভাট।

শাশুড়ি অঞ্জু ভবনানীকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন দীপিকা। সেখানেই আলোকচিত্রীদের দেখামাত্রই মেজাজ হারান অভিনেত্রী। মণীশের নকশা করা সাদা শাড়িতে দেখা যায় দীপিকাকে। শোয়ের শেষে শাশুড়ি মায়ের সঙ্গে মঞ্চের পিছনে গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন। সেখানেই ঢুকে পড়েন আলোকচিত্রীরা। আর তাতেই বেজায় চটে যান দীপিকা। বলেন, ‘এটা কিন্তু ব্যাকস্টেজ। এখানে কিন্তু ক্যামেরা ঢোকার অনুমতি নেই।’

নিরাপত্তারক্ষীদেরও বলতে শোনা যায়, ‘সহযোগিতা করুন, ব্যাকস্টেজে কেন ঢুকছেন !’ দীপিকা আপত্তি জানাতেই অবশ্য স্টেজের পিছনের অংশ ছেড়ে বেরিয়ে যান আলোকচিত্রীরা। তবে কেউই দীপিকার এমন আচরণে মনোক্ষুন্ন হননি। বরং নিজেদের ভুল বুঝতে পেরে সাংবাদিকরাই ক্ষমা চাইলেন দীপিকার কাছে। দীপিকা এ নিয়ে সম্প্রতি বলেন,‘আমাদের সবারই পরস্পরের সহযোগিতা করা উচিত। কিন্তু সেদিনের কাজটি তাদের ভুল ছিল বলেই আমি তাদের বলতে বাধ্য হয়েছি। এখানে কেউ কাউকে ক্ষমা চাইবার বিষয় ঘটেনি। তবে ভুলটা তারা বুঝতে পেরেছেন এটাই সবচেয়ে বড় কথা। সূত্র : দৈনিক ইত্তেফাক

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাংবাদিকরা ক্ষমা চাইলেন দীপিকার কাছে !

প্রকাশের সময় : ১১:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : ইদানীং বলিউড তারকাদের সাথে ফটোগ্রাফারদের খুটখাট লেগেই আছে। কিছুদিন আগে সানি দেওল এয়ারপোর্টে এক ভক্ত সেলফি তুলতে গেলে হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠেন শুরু হয় সমালোচনা। এর বাইরে তারকাদের জিম এর বাইরেও কোনো পার্টি হলে তার ফটকের সামনে আর বিমানবন্দরে তো থাকেনই সবসময়।

তবে এবারে ঘটলো দীপিকা পাডুকোনের সাথে। বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাডুকোন। শুধু অভিনেত্রী হিসাবে নয়, নিজের ব্যবহার ও মিষ্টি স্বভাবের জন্যই আলোকচিত্রী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে বেশ জনপ্রিয়। মুম্বাইতে যতই আলোকচিত্রীরা প্রতি মুহূর্তে খ্যাতনামীদের পিছনে ধাওয়া করে তাঁকে বিরক্ত করুন, বরাবরই হাসিমুখে তাদের পোজ দিয়েছেন দীপিকা। তবে এবারে ঘটল উল্টো ঘটনা। ক্যামেরা দেখামাত্রই মেজাজ হারালেন বলিউডের ‘পদ্মাবতী’। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওচিত্র। দিন কয়েক আগে পোশাকশিল্পী মণীশ মলহোত্রের শো-তে মঞ্চ মাতান দীপিকার স্বামী রণবীর সিংহ। এ বছর রণবীরের সঙ্গী ছিলেন পর্দার রানি অর্থাৎ আলিয়া ভাট।

শাশুড়ি অঞ্জু ভবনানীকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন দীপিকা। সেখানেই আলোকচিত্রীদের দেখামাত্রই মেজাজ হারান অভিনেত্রী। মণীশের নকশা করা সাদা শাড়িতে দেখা যায় দীপিকাকে। শোয়ের শেষে শাশুড়ি মায়ের সঙ্গে মঞ্চের পিছনে গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন। সেখানেই ঢুকে পড়েন আলোকচিত্রীরা। আর তাতেই বেজায় চটে যান দীপিকা। বলেন, ‘এটা কিন্তু ব্যাকস্টেজ। এখানে কিন্তু ক্যামেরা ঢোকার অনুমতি নেই।’

নিরাপত্তারক্ষীদেরও বলতে শোনা যায়, ‘সহযোগিতা করুন, ব্যাকস্টেজে কেন ঢুকছেন !’ দীপিকা আপত্তি জানাতেই অবশ্য স্টেজের পিছনের অংশ ছেড়ে বেরিয়ে যান আলোকচিত্রীরা। তবে কেউই দীপিকার এমন আচরণে মনোক্ষুন্ন হননি। বরং নিজেদের ভুল বুঝতে পেরে সাংবাদিকরাই ক্ষমা চাইলেন দীপিকার কাছে। দীপিকা এ নিয়ে সম্প্রতি বলেন,‘আমাদের সবারই পরস্পরের সহযোগিতা করা উচিত। কিন্তু সেদিনের কাজটি তাদের ভুল ছিল বলেই আমি তাদের বলতে বাধ্য হয়েছি। এখানে কেউ কাউকে ক্ষমা চাইবার বিষয় ঘটেনি। তবে ভুলটা তারা বুঝতে পেরেছেন এটাই সবচেয়ে বড় কথা। সূত্র : দৈনিক ইত্তেফাক

সুমি/হককথা