ইউক্রেন যুদ্ধের জেনারেলদের সঙ্গে পুতিনের বৈঠক
 
																
								
							
                                - প্রকাশের সময় : ০৮:২৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৫৭ বার পঠিত
 
                          
						  										ইউক্রেন যুদ্ধে দায়িত্বরত শীর্ষ জেনারেলদের সাথে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ছবি: সংগৃহীত
আর্ন্তজাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে দায়িত্বরত রুশ সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেনারেলদের সঙ্গে পুতিন এমন এক সময় বৈঠক করলেন যখন ইউক্রেন দাবি করছে, দক্ষিণপূর্বাঞ্চলে পাল্টা আক্রমণে তারা কিছু সাফল্য পেয়েছে।
শনিবার রাশিয়ান প্রেসিডেন্টের সদর দফতর ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেল এবং অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে রোস্তোভ-অন-ডনে অবস্থিত বিশেষ সামরিক অভিযানের সদর দফতরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বৈঠক করেছেন।
রুশ সামরিক জেনারেলদের সঙ্গে বৈঠকটি কখন হয়েছে সে বিষয়ে ক্রেমলিন বিস্তারিত আর কিছু জানায়নি।
তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনাপ্রধান গেরাসিমোভ সন্ধ্যা বা রাতের কোনো একটা সময়ে পুতিনকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং স্বল্পসময়ের জন্য হাত মিলিয়ে তাকে ভবনের ভেতর নিয়ে যাচ্ছেন।
সেনাপ্রধান গেরাসিমোভকে গত কয়েক মাস ধরে খুব বেশি জনসম্মুখে দেখা যাচ্ছে না। গত জুনে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ যখন বিদ্রোহ করে, তখন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন গেরাসিমোভের পদত্যাগ দাবি করেছিলেন।
এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ‘এফ-১৬’ যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে যাবে কিয়েভে। ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেয়ার পরই যুদ্ধবিমান হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালান রুশ সেনারা। তারা এটিকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে থাকে। সূত্র : রয়টার্স
হককথা/নাছরিন
 
																			
























