রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭

- প্রকাশের সময় : ০৪:৪২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৬৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৭ জনে পৌঁছেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান শহরে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দাগেস্তানের রাজধানী মাখাচকালা শহরের একটি হাইওয়ের পাশে একটি অটো রিপেয়ার শপে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকেই পরবর্তীতে কাছাকাছি একটি গ্যাস স্টেশনে আগুন ছড়িয়ে পড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী বলেন, এটা ছিল একটা যুদ্ধের মতো।
এই ঘটনায় কমপক্ষে ৬৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেনকো হতাহতের সর্বশেষ খবর নিশ্চিত করেন। আহতদের মধ্যে ১৩ জনই শিশু। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
ওই গ্যাস স্টেশনে বিস্ফোরণের পর প্রায় ৬০০ বর্গমিটার (৬ হাজার ৪৫০ বর্গফুট) এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে ২৬০ জন দমকল কর্মী মোতায়েন করা হয়।