টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদকের পিতৃ বিয়োগ
- প্রকাশের সময় : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫
- / ৭৩৯ বার পঠিত
নিউইয়র্ক: টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুর রহমানের পিতা দেওয়ান আব্দুর রহিম (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্ননিল্লাহি….রাজেউন)। গত ৫ ডিসেম্বর শনিবার তিনি সকাল সাড়ে সাতটার দিকে ম্যানহাটানাস্থ প্রেসব্রেটিরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী ও হার্টের সমস্যা সহ ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫পুত্র ও ৪ কন্যাসহ বহু আতœীয়-স্বজন রেখে যান। তার গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল। খবর ইউএনএ’র।
মরহুম দেওয়ান আব্দুর রহিম কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়ে নিউইয়র্ক আসেন এবং সন্তানদের সাথে বসবাস করছিলেন। তার তিন পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী এবং তারা নিউইয়র্কে বসবাস করেন। এক পুত্র বাংলাদেশে, আরেক পুত্র ইটালী বসবাস করেন। মরহুমের চার কন্যাই বাংলাদেশে বসবাস করেন।
মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) অনুষ্ঠিত হয়। জেএমসি’র ইমাম মির্জা আবু জাফর বেগ জানাজা নামাজে ইমামতি করেন। এতে বাংলাদেশ ইয়েলো সোসাইটি ইনক’র সাবেক সভাপতি শাহ আলম, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি মিজানুর রহমান খান আপেল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র সভাপতি ফরিদ খান সহ এই দুই সংগঠনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কাজী শফিকুল ইসলাম জুয়েল, মীর মাহবুবুর রহমান বাবু, হারুনুর রশীদ বাবলু, আব্দুস সালাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, শামসুজ্জামান খান, খন্দকার মাহবুব হোসেন, আশরাফুল আলম জঙ্গী, ওয়াহিদ আলম বাবু, মোহাম্মদ শিহাব উদ্দিন, মোহাম্মদ তারিকুল ইসলাম, শাহেদ আলম, এবিএম সালাহউদ্দিন আহমেদ সহ বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ এতে যোগ দেন এবং সমবেদনা প্রকাশ করেন।
এদিকে মরহুম দেওয়ান আব্দুর রহিমের মরদেহ ৬ ডিসেম্বর রোববার বিমানযোগে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। পিতার মরদেহের সাথে পুত্র দেওয়ান আমিনুর রহমানসহ তার আরো এক ভাই বাংলাদেশে গেছেন। মরহুমের গ্রামের বাড়ীতে মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।