জ্যামাইকা মুসলিম সেন্টারে মেয়র ব্লাজিও : সন্ত্রাস মোকাবেলায় মুসলিমরা যুক্তরাষ্ট্রের বড় সহযোগী
- প্রকাশের সময় : ০৯:১৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫
- / ১০৩৫ বার পঠিত
নিউইয়র্ক: মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় মুসলিমরা যুক্তরাষ্ট্রের বড় সহযোগী হিসেবে কাজ করছে। কেউ যেন ধর্মীয় কারণে প্রতিহিংসা এবং বিড়ম্বনার শিকার না হয়, সে জন্য নিউইয়র্ক সিটি প্রশাসন অঙ্গিকারাবদ্ধ। তিনি আরো বলেন, নিউইয়র্কে কোথাও কোনো মুসলিম কিংবা অন্য কোনো সম্প্রদায় ‘হেইট ক্রাইম’র শিকার হলে তা বরদাশত করা হবে না। নাইন/ইলেভেনের কথা স্মরণ করে সিটি মেয়র বলেন, আমি বিশ্বাস করি ওইসময়ে অনেক নিরপরাধ মুসলিম অভিবাসীকে নিউইয়র্ক ছাড়তে হয়েছে। আমরা নিউইয়র্কবাসী সবাই পরিবারের মতো। তিনি বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগে ৯০০ মুসলিম অফিসার রয়েছেন। তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি।
ক্যালিফোর্নিয়া হত্যাকান্ডের পর মেয়র ব্লাজিও ৪ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশী অধ্যুষিত কুইন্সের জ্যামাইকায় বাংলাদেশী মুসলিম কমিউনিটি প্রতিষ্ঠিত ও পচিালিত সিটির অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) পরিদর্শনে এসে উপরোক্ত কথা বলেন। উল্লেখ্য, ২০১৩ সালে নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ তিনি প্রথমবারের মতো বাংলাদেশী কমিউনিটির সান্নিধ্যে এলেন। তিনি সিটির ১০৯তম মেয়র। অনুষ্ঠানে সিটির বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা মেয়রের সাথে ছিলেন। মেয়র জেএমসি-তে পৌছলে মুসলিম কমিউনিটির নতুন প্রজন্মের শিশুরা তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। মেয়র উপস্থিত নেতৃবৃন্দ ও মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক আখতার হোসাইন। এরপর মেয়র বিল ডি ব্লাজিও-কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেএমসি’র সভাপতি ডা. ওয়াহিদুর রহমান এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জেএমসি’র বোর্ড অব ট্রষ্টি ডা. মাহমুদুর রহমান।
মেয়র ব্লাজিও তার বক্তব্যে আরো নিউইয়র্ক সিটিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ক্ষুদ্র ব্যবসা প্রভৃতি বিষয়ের কথাও উল্লেখ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সুবিধা বৃদ্ধিরও আশ্বাস দেন। উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ ও মুসল্লিরা করতালি দিয়ে মেয়রের বক্তব্যকে স্বাগত জানান।
জেএমসি’র কর্মকর্তারা তাদের বক্তব্যে পবিত্র ঈদুল আযহা ও ঈদুল ফিতরে ছুটি ঘোণার জন্য মেয়র ব্লাজিও-কে ধন্যবাদ জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হালাল ফুড সরবরাহের ব্যবস্থা করার জন্য মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। তারা জেএমসি’র কর্মকান্ডও মেয়রকে অবহিত করেন।
অনুষ্ঠানে জ্যামাইকার মুসলিম নেতারা বাংলাদেশীদের পাশে থাকার জন মেয়র ব্লাাজিও-কে আন্তরিক ধন্যবাদ জানান। পরে মেয়রকে জেএমসি’র পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে জেএমসি’র খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ, ইমাম শামসে আলী, জেএমসি’র কর্মকর্তা খাজা মিজান হাসান, কমিউনিটি নেতা নাসির আলী খান পল, মূলধারার রাজনীতিক, সেবুল উদ্দিন, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
আরো উল্লেখ্য, মেয়র ব্লাজিও’র জেএমসিতে আগমন উপলক্ষ্যে শুক্রবার জেএমসিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এদিন জুম্মার নামাজের সময় জেএমসি’র পক্ষ থেকে আনুষ্ঠানকিভাবে মেয়র আসার কথা জানানো হয়। মেয়র ব্লাজিও জেএমসি পরিদর্শনে আসবেন বলে মূলধারার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বাংলাদেশী মিডিয়ার প্রতিনিধিরা বিকেল থেকেই জেএসিতে ভীড় করতে থাকেন। সেই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাও জোরদার করা হয়। টাইম টেলিভিশন মেয়র ব্লাজিও’র বক্তব্য সরাসরি সম্প্রচার করে।