তাসকিনকে ক্ষতিপূরণ দেবে বিসিবি
- প্রকাশের সময় : ০৬:৪২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ৮৩ বার পঠিত
স্পোর্পস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ডাক পেয়েছিলেন আইপিএলে খেলার। যাওয়ার সুযোগ হয়নি। পিএসএল থেকেও ডাক এসেছিল তার। জাতীয় দলের খেলা থাকায় তিন ম্যাচের জন্য তাকে চেয়েছিল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি মুলতান। ‘না’ করে দিয়েছিলেন তিনি।
এবার আবার লঙ্কান লিগে খেলার ডাক পেলেও খেলতে যাওয়া হচ্ছে না তাসকিনের। অলরাউন্ডার সাকিব আল হাসান, মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় ছাড়পত্র পাচ্ছেন। পেসার শরিফুল ইসলামও লঙ্কান লিগে খেলার সুযোগ পাচ্ছেন।
কিন্তু তাসকিন আহমেদকে ছাড়পত্র দিচ্ছে না বিসিবি। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তাসকিন কিছুটা ইনজুরিপ্রবণ। সে দলের সেরা পেসার। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তাকে ফিট চায় টিম ম্যানেজমেন্ট। সেজন্য তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।
তবে লঙ্কান লিগ খেলতে যেতে না পারা তাসকিনকে ক্ষতিপূরণ দেবে বিসিবি। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, এলপিএলে না গেলে তাসকিন আর্থিকভাবে ক্ষতির শিকার হবে। সেজন্য বিসিবি তাকে ক্ষতিপূরণ দেবে।
লঙ্কান লিগে খেললে তাসকিন প্রায় ৭০ লাখ টাকার মতো পেতেন বলে জানা গেছে। বিসিবি তাকে কত টাকা ক্ষতিপূরণ দেবে তা জানা যায়নি। – সূত্র : সাম্প্রতিক দেশকাল
নাছরিন/হককথা