নিউইয়র্ক ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জনগণকে ভোগান্তিতে ফেলে আ.লীগের ‘শান্তি’ সমাবেশ!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১১১ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : সড়কে জনগণকে ভোগান্তিতে ফেলে সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ৩টার পর থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। এতে করে মাওলানা ভাসানী সড়কের শাহবাগ-মৎস্য ভবন এবং মৎস্য ভবন-শাহবাগ অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে থাকা যানবাহনের যাত্রীরা।

এসময় সমাবেশের মঞ্চ থেকে শাহবাগ ও মৎস্য ভবন মোড়ে থাকা ট্র্যাফিক পুলিশ সদস্যদের বারবার ওই সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

মাওলানা ভাসানী সড়কে ভোগান্তিতে পড়া তারেক হোসেন নামের এক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, ঢাকা শহরের মতো জায়গায় এক কর্মদিবসে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি জনগণের ভোগান্তি ছাড়া কিছু নয়। এখানে আমাদের ভোগান্তিতে ফেলে তারা শান্তি সমাবেশ করছে। এ শান্তি সমাবেশের অর্থ আমি বুঝি না।

আরেক যাত্রী বলেন, ঢাকা শহর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই শহরে প্রতিটি মিনিটের দাম আছে। এমনিতেই যানজটের শহর, তার ওপর রাস্তা বন্ধ করে সমাবেশ চলছে। এটা ভোগান্তি নাকি অন্য কিছু, সেটা আপনিই বলুন।

সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। তবে তা সেটি ৪০ মিনিট পিছিয়ে ৩টা ৪০ মিনিটে শুরু হয়। এরপর ৩টা ৫০ মিনিটে সমাবেশ স্থলে আসেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সমাবেশে শেষে একটি শোভাযাত্রা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড় হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর সমাধির সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।- সূত্র : ঢাকা পোস্ট

নাসরিন /হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জনগণকে ভোগান্তিতে ফেলে আ.লীগের ‘শান্তি’ সমাবেশ!

প্রকাশের সময় : ০৬:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

বাংলাদেশ ডেস্ক : সড়কে জনগণকে ভোগান্তিতে ফেলে সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ৩টার পর থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। এতে করে মাওলানা ভাসানী সড়কের শাহবাগ-মৎস্য ভবন এবং মৎস্য ভবন-শাহবাগ অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে থাকা যানবাহনের যাত্রীরা।

এসময় সমাবেশের মঞ্চ থেকে শাহবাগ ও মৎস্য ভবন মোড়ে থাকা ট্র্যাফিক পুলিশ সদস্যদের বারবার ওই সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

মাওলানা ভাসানী সড়কে ভোগান্তিতে পড়া তারেক হোসেন নামের এক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, ঢাকা শহরের মতো জায়গায় এক কর্মদিবসে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি জনগণের ভোগান্তি ছাড়া কিছু নয়। এখানে আমাদের ভোগান্তিতে ফেলে তারা শান্তি সমাবেশ করছে। এ শান্তি সমাবেশের অর্থ আমি বুঝি না।

আরেক যাত্রী বলেন, ঢাকা শহর খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই শহরে প্রতিটি মিনিটের দাম আছে। এমনিতেই যানজটের শহর, তার ওপর রাস্তা বন্ধ করে সমাবেশ চলছে। এটা ভোগান্তি নাকি অন্য কিছু, সেটা আপনিই বলুন।

সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। তবে তা সেটি ৪০ মিনিট পিছিয়ে ৩টা ৪০ মিনিটে শুরু হয়। এরপর ৩টা ৫০ মিনিটে সমাবেশ স্থলে আসেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সমাবেশে শেষে একটি শোভাযাত্রা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড় হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর সমাধির সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।- সূত্র : ঢাকা পোস্ট

নাসরিন /হককথা