বিজ্ঞাপন :
ই-বাইক উৎপাদনে চুক্তিবদ্ধ হলো স্কুট এবং ওয়ালটন
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৫:৫৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ৩৭ বার পঠিত
হককথা ডেস্ক : পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তির ই-বাইক উৎপাদনের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ স্কুট। প্রতিষ্ঠানটি ২০২২ সালে আইডিয়া প্রকল্প থেকে প্রি-সিড পর্যায়ে অনুদান পায়।
যৌথভাবে ই-বাইক তৈরির লক্ষ্যে স্কুট এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট হেড অফিসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। আইডিয়া প্রকল্পের স্টার্টআপ স্কুট এবং ওয়ালটনের মধ্যকার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্কুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ এবং ওয়ালটনের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান।
এমওইউ অনুযায়ী শিগগিরই স্কুট এবং ওয়ালটন বাংলাদেশে পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তির ই-বাইক উৎপাদন করবে।সূত্র : বাংলা ট্রিবিউন
নাসরিন /হককথা