নিউইয়র্ক ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আকস্মিক ইউক্রেন সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / ৮৩ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল (ডানে) ২১ মে জাপানের হিরোশিমায় একটি শীর্ষ সম্মেলনের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে করমর্দন করছেন। ছবি: ইয়োনহাপ

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিসের বরাতে ইয়োনহাপ বার্তা সংস্থা এ খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য এই সফর করছেন ইওল।

ইউন লিথুয়ানিয়ায় একটি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর চলতি সপ্তাহে পোল্যান্ড সফর করেন। সেখানে তিনি ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন। এ সময় রুশ আক্রমণের বিরুদ্ধে কিয়েভের লড়াইকে সমর্থন করার উপায়গুলো নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া অন্যতম অস্ত্র রফতানিকারক। এ কারণে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য নতুন চাপের সম্মুখীন হয়েছে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়ার ওপর রাশিয়ার প্রভাব থেকে সতর্ক হয়ে মানবিক ও আর্থিক সহায়তার পক্ষে অবস্থান নিয়েছে সিউল।

এদিকে ইউরোপে সেনা মোতায়েন প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প। বাইডেন সম্প্রতি ইউরোপে মোতায়েনের জন্য রিজার্ভ সেনাদের একত্রিত করার বিষয়ে নির্বাহী আদেশে সই করেছেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘সংরক্ষিত বাহিনীকে একত্রিত করার বাইডেনের সিদ্ধান্ত প্রমাণ করে যে ইউক্রেনে এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বিপর্যয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছে।’ – সূত্র : রয়টার্স

নাসরিন /হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আকস্মিক ইউক্রেন সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ০৬:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিসের বরাতে ইয়োনহাপ বার্তা সংস্থা এ খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য এই সফর করছেন ইওল।

ইউন লিথুয়ানিয়ায় একটি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর চলতি সপ্তাহে পোল্যান্ড সফর করেন। সেখানে তিনি ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন। এ সময় রুশ আক্রমণের বিরুদ্ধে কিয়েভের লড়াইকে সমর্থন করার উপায়গুলো নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া অন্যতম অস্ত্র রফতানিকারক। এ কারণে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য নতুন চাপের সম্মুখীন হয়েছে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়ার ওপর রাশিয়ার প্রভাব থেকে সতর্ক হয়ে মানবিক ও আর্থিক সহায়তার পক্ষে অবস্থান নিয়েছে সিউল।

এদিকে ইউরোপে সেনা মোতায়েন প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প। বাইডেন সম্প্রতি ইউরোপে মোতায়েনের জন্য রিজার্ভ সেনাদের একত্রিত করার বিষয়ে নির্বাহী আদেশে সই করেছেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘সংরক্ষিত বাহিনীকে একত্রিত করার বাইডেনের সিদ্ধান্ত প্রমাণ করে যে ইউক্রেনে এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বিপর্যয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছে।’ – সূত্র : রয়টার্স

নাসরিন /হককথা