নিউইয়র্ক ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে সিলেট জেলা চেয়ারম্যান নাসির উদ্দিন খান সংবর্ধিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ৬৩ বার পঠিত

হককথা ডেস্ক :  যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজারবাসীদের ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

গত ৯ জুলাই রোববার রাতে দেশী সিনিয়র সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনায় নাসির উদ্দিন খান বলেন, আমি একটি রাজনৈতিক দলের মানুষ হলেও প্রবাসী বিয়ানীবাজারবাসীরা দলমত নির্বশেষে যেভাবে আমাকে সংবর্ধিত করলেন তাতে আমি আপ্লুত, চির কৃতজ্ঞ, আমি চিরদিন বিয়ানীবাজারবাসীদের পাশে থাকবো। তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ঐতিজ্যবাহী সিলেট জেলার সকল উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাধ্যমত অবদান রাখার চেষ্টা করবো, তবে নাড়ির টানে বিয়ানীবাজারবাসীদের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করবো। তিনি যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকা সহ দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বীর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অলহাজ বদরুল হক, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাষ্ট্রিবোর্ড সদস্য ছদরুন নুর, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সভাপতি হাজী আব্দুল মান্নান, সাবেক সভাপতি আজিজুর রহমান বুরহান ও মকবুল রহিম চুনই, সংবর্ধনা কমিটির অন্যতম উপদেষ্টা সামসুল আবদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর নুর হেলাল, ডা. মাহফুজুর রহমান খালেদ ও সাবেক ভাইস চেয়ারম্যান খামরুজ্জামান চৌধুরী। যৌথভাবে সভা পরিচালনা করেন সংবর্ধনা কমিটির সদস্য সচিব মস্তফা কামাল, যুগ্ম সদস্য সচিব আবদুল আলিম ও সরওয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওাত করেন ফজলুর রহমান। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে সংবর্ধিত অতিথি নাসির উদ্দিন খানের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সারওয়ার হোসেন। এরপর তাকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা সহ প্রবাসে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও সংবর্ধনা কমিটির পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নাসির উদ্দিন খান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ই সিলেট বিভাগে সবচেয়ে বেশী উন্নয়ন সাধিত হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে সবসময় আন্তরিক বলেই ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক টার্মিনাল নির্মাণ সহ অসংখ্য উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তিনি বলেন, আমি আমার সাধ্যমতো সিলেটের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো, প্রয়োজনে দল ও সরকারের সর্বোচ্চ পর্যায়ে দাবী জানানোর পাশাপাশি তদবির করবো।

অনুষ্ঠানে বক্তারা এডভোকেট নাসির উদ্দিনকে একজন সৎ, পরিশ্রমী ও কর্মীবান্ধব নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি তৃণমূল থেকে রাজনীতি করেন জেলা পরিষদেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার জন্য বিয়ানীবাজারবাসী গর্বিত। বক্তারা স্থানীয় নানা সমস্যা সমাধানের জন্য সংবর্ধিত অতিথির হস্তক্ষপ কামনা করেন। বিশেষ করে সিলেট শহরের যানজট, বিমানবন্দরে হয়রানী-ভোগান্তি প্রভৃতি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

রাত পৌনে নয়টার দিকে শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্যরাত সাড়ে ১২টা পর্যন্ত। এতে সংবর্ধিত অতিথি সহ ৪১জন বক্তব্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন শেকিল চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট সৈয়দ শেখ মখলু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমেদ টুটুল, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, পেনসলেভেনিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের সভাপতি আলিম উদ্দিন, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাবেক ছাত্রনেতা গোলাম মর্তুজা, নূরুল আম্বিয়া ও কামরুল উদ্দিন কমর, বাংলাদেশী-আমেরিকান এওয়াইপিডি অফিসার বেলাল আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সাঈদুর রব জামাল, মুন্না মোর্শেক, আব্দুল হাসিব, আওয়াল হোসেন, ফয়সাল আলম, ফয়সল আহমেদ, শাহানাজ মুন্না, খায়রুল ইসলাম খোকন, জুয়েল আহমেদ, ফাজলে রাব্বী সেবুল, কমর উদ্দিন, শরাফ উদ্দিন লোদী, আব্দুল কদ্দুস টিটু, মহিউদ্দিন মনি ও আব্দুল জলিল চৌধুরী।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে অনুষ্ঠানে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজ মোহাম্মদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে সিলেট জেলা চেয়ারম্যান নাসির উদ্দিন খান সংবর্ধিত

প্রকাশের সময় : ১১:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

হককথা ডেস্ক :  যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজারবাসীদের ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

গত ৯ জুলাই রোববার রাতে দেশী সিনিয়র সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনায় নাসির উদ্দিন খান বলেন, আমি একটি রাজনৈতিক দলের মানুষ হলেও প্রবাসী বিয়ানীবাজারবাসীরা দলমত নির্বশেষে যেভাবে আমাকে সংবর্ধিত করলেন তাতে আমি আপ্লুত, চির কৃতজ্ঞ, আমি চিরদিন বিয়ানীবাজারবাসীদের পাশে থাকবো। তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ঐতিজ্যবাহী সিলেট জেলার সকল উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাধ্যমত অবদান রাখার চেষ্টা করবো, তবে নাড়ির টানে বিয়ানীবাজারবাসীদের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করবো। তিনি যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকা সহ দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বীর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অলহাজ বদরুল হক, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাষ্ট্রিবোর্ড সদস্য ছদরুন নুর, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সভাপতি হাজী আব্দুল মান্নান, সাবেক সভাপতি আজিজুর রহমান বুরহান ও মকবুল রহিম চুনই, সংবর্ধনা কমিটির অন্যতম উপদেষ্টা সামসুল আবদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর নুর হেলাল, ডা. মাহফুজুর রহমান খালেদ ও সাবেক ভাইস চেয়ারম্যান খামরুজ্জামান চৌধুরী। যৌথভাবে সভা পরিচালনা করেন সংবর্ধনা কমিটির সদস্য সচিব মস্তফা কামাল, যুগ্ম সদস্য সচিব আবদুল আলিম ও সরওয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওাত করেন ফজলুর রহমান। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে সংবর্ধিত অতিথি নাসির উদ্দিন খানের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সারওয়ার হোসেন। এরপর তাকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা সহ প্রবাসে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও সংবর্ধনা কমিটির পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নাসির উদ্দিন খান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ই সিলেট বিভাগে সবচেয়ে বেশী উন্নয়ন সাধিত হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে সবসময় আন্তরিক বলেই ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক টার্মিনাল নির্মাণ সহ অসংখ্য উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তিনি বলেন, আমি আমার সাধ্যমতো সিলেটের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো, প্রয়োজনে দল ও সরকারের সর্বোচ্চ পর্যায়ে দাবী জানানোর পাশাপাশি তদবির করবো।

অনুষ্ঠানে বক্তারা এডভোকেট নাসির উদ্দিনকে একজন সৎ, পরিশ্রমী ও কর্মীবান্ধব নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি তৃণমূল থেকে রাজনীতি করেন জেলা পরিষদেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার জন্য বিয়ানীবাজারবাসী গর্বিত। বক্তারা স্থানীয় নানা সমস্যা সমাধানের জন্য সংবর্ধিত অতিথির হস্তক্ষপ কামনা করেন। বিশেষ করে সিলেট শহরের যানজট, বিমানবন্দরে হয়রানী-ভোগান্তি প্রভৃতি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

রাত পৌনে নয়টার দিকে শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্যরাত সাড়ে ১২টা পর্যন্ত। এতে সংবর্ধিত অতিথি সহ ৪১জন বক্তব্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন শেকিল চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট সৈয়দ শেখ মখলু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমেদ টুটুল, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, পেনসলেভেনিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের সভাপতি আলিম উদ্দিন, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সাবেক ছাত্রনেতা গোলাম মর্তুজা, নূরুল আম্বিয়া ও কামরুল উদ্দিন কমর, বাংলাদেশী-আমেরিকান এওয়াইপিডি অফিসার বেলাল আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সাঈদুর রব জামাল, মুন্না মোর্শেক, আব্দুল হাসিব, আওয়াল হোসেন, ফয়সাল আলম, ফয়সল আহমেদ, শাহানাজ মুন্না, খায়রুল ইসলাম খোকন, জুয়েল আহমেদ, ফাজলে রাব্বী সেবুল, কমর উদ্দিন, শরাফ উদ্দিন লোদী, আব্দুল কদ্দুস টিটু, মহিউদ্দিন মনি ও আব্দুল জলিল চৌধুরী।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে অনুষ্ঠানে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজ মোহাম্মদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।