নিউইয়র্ক ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আলম খান ও শর্মিলী আহমেদের মৃত্যবাষিকী আজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ৩৫ বার পঠিত

আলম খান ও শর্মিলী আহমেদ। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ২০২২ সালের এই দিনে মারা গিয়েছিলেন সুরের জাদুকর আলম খান এবং গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ। সুরকার আলম খান অনেক কালজয়ী গানের সুর করেছেন। তার সুরে গান গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন অনেক শিল্পী। অন্যদিকে শর্মিলী আহমেদ মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় অভিনয় দক্ষতায় জয় করেছেন দর্শক হৃদয়।

আলম খান ১৯৪৪ সালের ২২ অক্টোবর সিরাজগঞ্জের বানিয়াগাঁতী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগে ৭৮ বছর বয়সে মারা যান বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান। ‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কী জাদু করিলা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’– এমন অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা তিনি।

এদিকে, মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ ১৯৪৭ সালের ৮ মে জন্ম গ্রহণ করেন। তার প্রকৃত নাম মাজেদা মল্লিক। অভিনয়জীবনে মায়ের চরিত্রে বেশি অভিনয় করে সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন শর্মিলী আহমেদ। ৭৫ বছর বয়সে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজকের দিনে মারা যান সকলের প্রিয় শর্মিলী মা।

শর্মিলী আহমেদ অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়সে। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। ষাটের দশকে চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান শর্মিলী। তার স্বামী রকিবউদ্দিন আহমেদও ছিলেন পরিচালক। তার নির্মিত ‘পলাতক’ সিনেমায় অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার আগে উর্দু সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন নন্দিত এই অভিনেত্রী। প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।- সূত্র :   দৈনিক ইত্তেফাক

নাসরিন /হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আলম খান ও শর্মিলী আহমেদের মৃত্যবাষিকী আজ

প্রকাশের সময় : ০৭:৩৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : ২০২২ সালের এই দিনে মারা গিয়েছিলেন সুরের জাদুকর আলম খান এবং গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ। সুরকার আলম খান অনেক কালজয়ী গানের সুর করেছেন। তার সুরে গান গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন অনেক শিল্পী। অন্যদিকে শর্মিলী আহমেদ মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় অভিনয় দক্ষতায় জয় করেছেন দর্শক হৃদয়।

আলম খান ১৯৪৪ সালের ২২ অক্টোবর সিরাজগঞ্জের বানিয়াগাঁতী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগে ৭৮ বছর বয়সে মারা যান বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান। ‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কী জাদু করিলা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’– এমন অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা তিনি।

এদিকে, মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ ১৯৪৭ সালের ৮ মে জন্ম গ্রহণ করেন। তার প্রকৃত নাম মাজেদা মল্লিক। অভিনয়জীবনে মায়ের চরিত্রে বেশি অভিনয় করে সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন শর্মিলী আহমেদ। ৭৫ বছর বয়সে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজকের দিনে মারা যান সকলের প্রিয় শর্মিলী মা।

শর্মিলী আহমেদ অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়সে। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। ষাটের দশকে চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান শর্মিলী। তার স্বামী রকিবউদ্দিন আহমেদও ছিলেন পরিচালক। তার নির্মিত ‘পলাতক’ সিনেমায় অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার আগে উর্দু সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন নন্দিত এই অভিনেত্রী। প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।- সূত্র :   দৈনিক ইত্তেফাক

নাসরিন /হককথা