নিউইয়র্ক মহানগর আঃ লীগের সা. সম্পাদক ইমদাদ চৌধুরীর মায়ের ইন্তেকাল
- প্রকাশের সময় : ১২:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ৫৪ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর মাতা আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াই ন্না হিলাহী রাজিউন। সোমবার (৩ জুলাই) সকাল ১১টায় নিউইয়র্ক সিটির ওজন পার্কে নিজ বাসায় তিনি বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন বলে জানা গেছে। তার বয়স হয়েছল ৯২ বছর। মরহুমা হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীরও মাতা।
মরহুমা আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরীর প্রথম দফা নামাজে জানাজা ওজন পার্কস্থ আল আমান মসজিদে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের বাড়ী নিয়েযাওয়ার পর সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানা গেছে। এদিকে ইমদাদ চৌধুরী তার মরহুমা মায়ের জন্য সবার দোয়া কামনা করেছেন।
শোক প্রকাশ: এদিকে আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক পৃথক বার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ নেতৃবৃন্দরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি এম উদ্দিন আলমগীর, মাসুদ সিরাজী ও শফিউদ্দীন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, সৈয়দ ইলিয়াস খসরু, দুলাল বিল্লাহ ও শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগনেতা সিবুল মিয়া, রিয়াজুল কাদির লস্কর মিঠু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ কিবরিয়া, হেলাল মিয়া, শাহ সেলিম, ছাত্রলীগ নেতা জেড এ জয়, ফাহিম আহমদ, কানেক্টিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুুন আহমদ চৌধুরী, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, সহ সভাপতি আবু তাহের চৌধুরী সহ প্রমুখ।