বিজ্ঞাপন :
ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ২০৪ বার পঠিত
ইউএনএ,নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকাল শুরু হতে না হতেই প্রবাসী বনভোজনে মেত উঠেছেন। প্রতি উইকডেতেই চলছে বিভিন্ন সংগঠনের বনভোজন আয়োজন। ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন আগামী ১২ আগষ্ট শনিবার নিউইয়র্কের সানকিন মেডো ষ্টেট পার্কে অনুষ্ঠিত হবে। ভোজন ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে থাকবে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র। অনুষ্ঠানটি সফল করতে মোহাম্মদ আলমগীর সরকারকে আহবায়ক ও মোহাম্মদ ইদ্রিস আলীকে সদস্য সচিব এবং কাজী তোফায়েল ইসলামকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ মোয়াল্লেম হোসাইন প্রবাসী সকল ব্রাক্ষণবাড়িয়াবাসীকে বনভোজন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। খবর ইউএনএ’র।