সৌদি আরবের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে যা বললো রাশিয়া
- প্রকাশের সময় : ১২:৩২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ৬৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : এবার সৌদি আরবের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়ে যে সৌদির নিজস্ব সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ঘামানো উচিৎ নয়। শুক্রবার এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘সৌদি আরব একটি সার্বভৌম রাষ্ট্র এবং দেশটি নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম।” সৌদির জ্বালানি তেল উৎপাদন নীতি নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘বক্তৃতা’ দেওয়া উচিত নয়।’ রিয়াদের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের মধ্যে রাশিয়া বলেছে, ‘সৌদি আরবকে কী করতে হবে তা দেশটিকে নির্দেশনা দেওয়া উচিত নয় আমেরিকার।’
মস্কোতে একটি প্রেস ব্রিফিংয়ে দিমিত্রি পেসকভ আরও বলেছেন, সৌদি আরব একটি সার্বভৌম রাষ্ট্র, একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। অবশ্যই, এই সার্বভৌম রাষ্ট্রটি তার নিজস্ব অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম। এ কারণে সৌদির সিদ্ধান্তে কোনো ধরনের ফলাফল আসবে, তা নিয়ে কথা বলতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু, এ দেশটিকে কোনো আদেশ দিতে পারবে না আমেরিকা।
আরোও পড়ুন । চীনে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র গোয়েন্দা দলিল অনুসারে, সৌদি আরব জ্বালানি তেলের উৎপাদন কমিয়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিকে কঠিন পরিণতি ভোগের হুমকি দেন। এরপর সৌদি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দেয়। এ বিষয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমেরিকার অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুমকি দেন তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষ রোববার প্রতিশ্রুতি দিয়েছে যে জুলাই মাসে তারা তেলের উৎপাদন প্রতিদিন ১০ লাখ ব্যারেল (বিপিডি) কমিয়ে দেবে। সূত্র : আনাদোলু এজেন্সি
বেলী/হককথা