নিউইয়র্ক ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাশিয়া ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আন্তর্জাতিক আদালতে ইউক্রেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৪০ বার পঠিত

বিধ্বস্ত বিমানটির ওপর দাঁড়িয়ে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এক সদস্য। ছবি : রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে আখ্যা দিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (৬ জুন) ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে এক শুনানিতে এ কথা বলেছে কিয়েভ। ২০১৪ সালে ইউক্রেনের আকাশসীমায় মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় এই শুনানি অনুষ্ঠিত হয়।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত হন ফ্লাইটে থাকা ১৯৮ জন যাত্রী ও ক্রু। ইউক্রেনের অভিযোগ, এমন ঘটনার মাধ্যমে জাতিসংঘের সন্ত্রাস-বিরোধী চুক্তি লঙ্ঘন করেছে মস্কো। আদালতটির ১৬ জন বিচারকের একটি প্যানেল ঘটনাটির শুনানি গ্রহণ শুরু করেছে। আদালতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন ইউক্রেনীয় ও রুশ আইনজীবীরা। দুই পক্ষেরই ডজন খানেক প্রতিনিধি হাজির হয়েছিলেন আদালতে। হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতেও ইউক্রেন আহ্বান জানিয়েছে ক্রিমিয়ায় বসবাসকৃত তাতারদের প্রতি বৈষম্য বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দেওয়ার জন্য।

শুনানির উদ্বোধনী বক্তব্যে, সম্প্রতি খেরসন অঞ্চলের বাঁধ বিস্ফোরণে রাশিয়াকে দায়ী করেন ইউক্রেনের রাষ্ট্রদূত আন্তন কোরিনেভিচ। তবে বিষয়টির জন্য ইউক্রেনীয় নাশকতাকারীদের দায়ী করেছে ক্রেমলিন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই ২৯৮ জন আরোহী নিয়ে আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনে এমএইচ১৭ ফ্লাইটটি ভূপাতিত হয়। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটি ইউক্রেন সরকার ও দেশটির রুশপন্থী বিদ্রোহীদের মধ্যকার বিবাদপূর্ণ এলাকা। এ ঘটনার জন্য পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীদের দায়ী করে থাকে ইউক্রেন সরকার ও পশ্চিমারা। অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনের সরকারি বাহিনীই বিমানটি ভূপাতিত করেছে।

আরোও পড়ুন। ‘নতুন পর্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ’

এর আগে ২০২২ সালের নভেম্বরে বিমানটি ভূপাতিত করার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেদারল্যান্ডসের একটি আদালত। আসামিদের অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়। বিমানটির যাত্রীদের মধ্যে ১৭টি দেশের নাগরিক ছিলেন যাদের দুই-তৃতীয়াংশই নেদারল্যান্ডের নাগরিক। সূত্র: রয়টার্স
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাশিয়া ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আন্তর্জাতিক আদালতে ইউক্রেন

প্রকাশের সময় : ০৩:৩৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে আখ্যা দিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (৬ জুন) ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে এক শুনানিতে এ কথা বলেছে কিয়েভ। ২০১৪ সালে ইউক্রেনের আকাশসীমায় মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় এই শুনানি অনুষ্ঠিত হয়।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত হন ফ্লাইটে থাকা ১৯৮ জন যাত্রী ও ক্রু। ইউক্রেনের অভিযোগ, এমন ঘটনার মাধ্যমে জাতিসংঘের সন্ত্রাস-বিরোধী চুক্তি লঙ্ঘন করেছে মস্কো। আদালতটির ১৬ জন বিচারকের একটি প্যানেল ঘটনাটির শুনানি গ্রহণ শুরু করেছে। আদালতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন ইউক্রেনীয় ও রুশ আইনজীবীরা। দুই পক্ষেরই ডজন খানেক প্রতিনিধি হাজির হয়েছিলেন আদালতে। হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতেও ইউক্রেন আহ্বান জানিয়েছে ক্রিমিয়ায় বসবাসকৃত তাতারদের প্রতি বৈষম্য বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দেওয়ার জন্য।

শুনানির উদ্বোধনী বক্তব্যে, সম্প্রতি খেরসন অঞ্চলের বাঁধ বিস্ফোরণে রাশিয়াকে দায়ী করেন ইউক্রেনের রাষ্ট্রদূত আন্তন কোরিনেভিচ। তবে বিষয়টির জন্য ইউক্রেনীয় নাশকতাকারীদের দায়ী করেছে ক্রেমলিন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই ২৯৮ জন আরোহী নিয়ে আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনে এমএইচ১৭ ফ্লাইটটি ভূপাতিত হয়। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটি ইউক্রেন সরকার ও দেশটির রুশপন্থী বিদ্রোহীদের মধ্যকার বিবাদপূর্ণ এলাকা। এ ঘটনার জন্য পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীদের দায়ী করে থাকে ইউক্রেন সরকার ও পশ্চিমারা। অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনের সরকারি বাহিনীই বিমানটি ভূপাতিত করেছে।

আরোও পড়ুন। ‘নতুন পর্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ’

এর আগে ২০২২ সালের নভেম্বরে বিমানটি ভূপাতিত করার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেদারল্যান্ডসের একটি আদালত। আসামিদের অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়। বিমানটির যাত্রীদের মধ্যে ১৭টি দেশের নাগরিক ছিলেন যাদের দুই-তৃতীয়াংশই নেদারল্যান্ডের নাগরিক। সূত্র: রয়টার্স
সুমি/হককথা