এক স্লিপ
- প্রকাশের সময় : ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫
- / ৮৩৩ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটিতে ডাক্তার বা ড. (পিএইচডি) ডিগ্রীধারী ব্যক্তিবর্গ কম নয়। তাদের অনেকেই কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে জড়িত। ব্যক্তিগতভাবে অনেকেরই কমিনিটির সবার সাথে বিশেষ করে মিডিয়ার সাখে পয়-পরিচয় নেই। ফলে মিডিয়া কর্মীদের মধ্যে অনেকেই ভালোবাবে তাদের চেনেন না বা জানেন না। এতে কারোরই তেমন দোষের কিছু নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে কোন কোন অনুষ্ঠানে তাদের পরিচিতি নিয়ে। ঔ অনুষ্ঠানগুলোর অনেক আয়োজকই হয়তো জানেন না বা জেনেও উচ্চারণে অনেক ডাক্তারকে ড. বলে সম্বাধন করেন আবার অনেক ড.-কে ড. হিসেবে উচ্চারণ করেন। ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়। কেননা, ডাক্তার আর ড. এক নয়। অনুষ্ঠান পরিচালনক বা উপস্থাপকের উচ্চারণের কারণে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ‘ডা. হচ্ছেন ড. আবার ড. হচ্ছেন ডা.’। এমন পরিস্থিতিতে অন্যান্যদের মতো আমিও বিব্রত না হয়ে পারি না। এই সপ্তাহে কমিউনিটির একাধিক অনুষ্ঠান কভার করতে গিয়ে এমনি পরিস্থিতির শিকার হতে হলো। সঙ্গতকারণেই এমন উচ্চারণে সংশ্লিষ্টদের সাবধাণতা অবলম্বন করা উচিৎ। কেননা, এতে হিতে বিপদ হতে পারে! ১৮ অক্টোবর’২০১৫