বার্নাব্যুতে শেষ ম্যাচে রাঙালেন বেনজেমা
- প্রকাশের সময় : ০৩:৪২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ৪৪ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বর্তমান মৌসুম একেবারেই ভালো যায় নি। লা লিগা শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লীগেও ফাইনালে উঠতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ফলে হতাশা নিয়ে শেষ হলো মাদ্রিদের এ মৌসুমের যাত্রা। অপরদিকে দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের শেষ ম্যাচে রিয়ালের জার্সিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে ইতি টানলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। আর তার একমাত্র গোলে অ্যাথলেটিক বিলবাওর কাছে ১-১ গোলের সমতায় হার এড়ায় লস ব্লাঙ্কোসরা।
এই ড্রয়ে লা লিগায় ৩৮ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো তারা। একটা সময় তাদের দ্বিতীয় স্থানে থাকাই অনিশ্চিত হয়ে পড়েছিল। একই সময়ে ভিয়ারিয়ালের মাঠে ২-১ গোলে এগিয়ে থেকে রানার্সআপ হওয়ার অবস্থায় ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। কিন্তু ২-২ গোলে ড্র করে ৭৭ পয়েন্ট নিয়ে তিনেই
বার্নাব্যুতে ম্যাচ শুরুর বেশ আগেই রিয়াল এক ঘোষণায় বেনজেমার বিদায়ের কথা নিশ্চিত করে। এদিকে বিভিন্ন গণমাধ্যম জানায়, সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ তাকে দুই মৌসুমের জন্য ৪০০ মিলিয়ন ইউরো বেতনে চুক্তির প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ফ্রান্স জাতীয় দলকে আগেই বিদায় বলা ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
আরোও পড়ুন । আবারও সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ
ঘরের মাঠে প্রথমার্ধের শুরুতেই মিকেল ভেসগার পেনাল্টি রুখে দেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। তবে ৪৯তম মিনিটে ওইহান স্যানসেটের গোলে লিড নেয় বিলবাও। তার প্রথম চেষ্টা গোলকিপার ঠেকালেও ফিরতি শটে মৌসুমের দশম লিগ গোল করেন তিনি। বিরতি থেকে এসে ম্যাচের ৭২ মিনিটে রিয়াল সমতায় ফেরে। বিলবাওর পেনাল্টি এরিয়ায় ইউরি বার্শিশে কনুই দিয়ে গুঁতো দেন এডার মিলিতাওয়ের মুখে। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় জালে বল জড়ান বেনজেমা। আর তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান স্বাগতিক দর্শকরা। তবে শেষ ম্যাচটা জাল কাঁপিয়ে তিনি স্মরণীয় করে রাখলেও জেতা হলো না রিয়ালের। ১-১ গোলের সমতায় মাঠ ছাড়তে হয় আনচেলত্তি শিষ্যদের।
সূত্র : ঢাকা মেইল
বেলী/হককথা