চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখি : লাবণ্য

- প্রকাশের সময় : ০৩:১৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ৯২ বার পঠিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরী ছোট পর্দায় কাজ করছেন নিয়মিত। বড় পর্দায়ও অভিষেক হয়েছে তার। অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকের মন। গত ২৬ মে মুক্তি পাওয়া ‘মা’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকমহলে হয়েছেন প্রশংসিত। প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন এই প্রতিশ্রুতিশীল অভিনেত্রী।
আরোও পড়ুন । ভুল বোঝাবুঝির অবসান
লাবণ্য বলেন, কাজের ক্ষেত্রে আমি গল্প ও চরিত্রকে প্রাধান্য দেই। গল্প ভালো হলে সহশিল্পী যে-ই হোক তার সঙ্গে কাজ করতে আমার সমস্যা নেই। আমার পছন্দের অভিনেতা চঞ্চল চৌধুরী। তার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখি। এমন নয় যে, তার সঙ্গে জুটি বেঁধেই কাজ করতে হবে। ‘মা’ ছবি নিয়ে লাবণ্য চৌধুরী বলেন, হলে বসে ছবিটি দেখার সময় কান্না করেছি। মায়ের কথা খুব মনে পড়ছিল। পুরোটা সময় পলক ফেলতে পারিনি। শুধু ভেবেছি, এরপর কি হবে। বাচ্চাটার কি হবে। আসলে এটাই আমাদের টিমের সার্থকতা। পরীমনি আপু চমৎকার একজন মানুষ। তার সঙ্গে ছবিতে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের। সূত্র : ঢাকা মেইল
বেলী/হককথা