চীনের সি৯১৯ যাত্রীবাহী বিমানের প্রথম ফ্লাইট
- প্রকাশের সময় : ০৩:৫০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ৫১ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রথম অভ্যন্তরীণভাবে উৎপাদিত যাত্রীবাহী বিমান প্রথম বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা শুরু করেছে। রাষ্ট্রীয় টিভি দেখায়, সি৯১৯ ফ্লাইটটি রবিবার ভোরে সাংহাই থেকে রাজধানী বেইজিংয়ের দিকে যাচ্ছে। এয়ারবাস এবং বোয়িং-এর আধিপত্য ভাঙার আশায় চীনের বাণিজ্যিক বিমান চলাচল কর্পোরেশন (কম্যাক) এ বিমানটি উৎপাদন করেছে। যদিও এ বিমানের ইঞ্জিন এবং এভিওনিক্সসহ বেশিরভাগ যন্ত্রাংশ পশ্চিম থেকে আমদানি করতে হয়।
আরোও পড়ুন । আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ
বিবিসির খবরে বলা হয়, সাংহাই থেকে বেইজিং-এর প্রথম বাণিজ্যিক ফ্লাইটটিতে ১৩০ জনেরও বেশি যাত্রী ছিল। মাত্র তিন ঘণ্টায় ফ্লাইটটি বেইজিং পৌঁছায়। পাঁচ বছরের মধ্যে বার্ষিক ১৫০টি বিমান তৈরি করার পরিকল্পনা করেছে কম্যাক। ইতোমধ্যে তারা সি৯১৯-এর ১২০০টিরও বেশি অর্ডার পেয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এই চাহিদাগুলোর বেশিরভাগই দেশীয় গ্রাহকদের কাছ থেকে উদ্দেশ্যমূলক চিঠি বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রকল্পটিকে চীনের অন্যতম উদ্ভাবনী সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। সূত্র : বিবিসি
বেলী/হককথা