নিউইয়র্ক ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

স্বপ্নার পর বাফুফের ক্যাম্প ছাড়লেন সাফজয়ী আঁখি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৪৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / ৪৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ফুটবলে যেন হঠাৎ অবসরের হিরিক পড়েছে। বাংলাদেশের সাফজয়ী ফুটবলার সিরাত জাহান স্বপ্না মাত্র ২২ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানিয়েছেন। গত বছর নেপালের সাফ চ্যাম্পিয়নশিপে চার গোল করে দলের শিরোপা জেতায় বড় ভূমিকা রেখেছেন এই তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। তবে এসবের মাঝে নতুন করে আলোচনায় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটনের দায়িত্ব ছাড়ার ঘোষণা। এবার বাফুফে ক্যাম্প ছাড়লেন সাফজয়ী আঁখি খাতুন।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে আঁখি গণমাধ্যমকে বলেন, ‘আমি এরই মধ্যে ক্যাম্প ছেড়ে গেছি।’১৯ বছর বয়সী নারী দলের এই সেন্টার-ব্যাক চীনের একটি ক্রীড়া ইনস্টিটিউটে যোগ দিতেই ক্যাম্প ছেড়েছেন। এ ব্যাপারে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে জানিয়েছেন তিনি। আঁখি বলেন, ‘আমি স্মলি স্যারের সঙ্গে এটা নিয়ে কথা বলেছি এবং আশা করছি, আমাকে অনুমতি দেওয়া হবে (চীনে যেতে দেওয়ার)। যদি না দেওয়া হয়, তাহলে আমি কী করব সেটা জানি না। তবে আমি সেখানে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।’

অপরদিকে আখির ক্যাম্প ছাড়া প্রসঙ্গে বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আঁখি শুধু বলেছে, তার মাকে দেখাশোনার কেউ নেই। এ কারণে সে বাড়ি গেছে। কবে মা সুস্থ হবে, সে জানে না। তাই এখন ক্যাম্পে থাকতে পারছে না। তবে সে বলে গেছে ফুটবল খেলবে।’ এদিকে দুই দিন আগেই সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য সিরাত জাহান স্বপ্নাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ফুটবলকে বিদায় জানান। স্বপ্নার অবসর ঘোষণার দিনেই, দীর্ঘদিন ধরে নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া গোলাম রব্বানী ছোটন চাকরি ছাড়ছেন। এর আগে ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সাফজয়ী দলের আনুচিং মগিনি আর সাজেদা খাতুন। সূত্র : ঢাকা মেইল
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

স্বপ্নার পর বাফুফের ক্যাম্প ছাড়লেন সাফজয়ী আঁখি

প্রকাশের সময় : ০২:৪৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ফুটবলে যেন হঠাৎ অবসরের হিরিক পড়েছে। বাংলাদেশের সাফজয়ী ফুটবলার সিরাত জাহান স্বপ্না মাত্র ২২ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানিয়েছেন। গত বছর নেপালের সাফ চ্যাম্পিয়নশিপে চার গোল করে দলের শিরোপা জেতায় বড় ভূমিকা রেখেছেন এই তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। তবে এসবের মাঝে নতুন করে আলোচনায় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটনের দায়িত্ব ছাড়ার ঘোষণা। এবার বাফুফে ক্যাম্প ছাড়লেন সাফজয়ী আঁখি খাতুন।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে আঁখি গণমাধ্যমকে বলেন, ‘আমি এরই মধ্যে ক্যাম্প ছেড়ে গেছি।’১৯ বছর বয়সী নারী দলের এই সেন্টার-ব্যাক চীনের একটি ক্রীড়া ইনস্টিটিউটে যোগ দিতেই ক্যাম্প ছেড়েছেন। এ ব্যাপারে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে জানিয়েছেন তিনি। আঁখি বলেন, ‘আমি স্মলি স্যারের সঙ্গে এটা নিয়ে কথা বলেছি এবং আশা করছি, আমাকে অনুমতি দেওয়া হবে (চীনে যেতে দেওয়ার)। যদি না দেওয়া হয়, তাহলে আমি কী করব সেটা জানি না। তবে আমি সেখানে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।’

অপরদিকে আখির ক্যাম্প ছাড়া প্রসঙ্গে বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আঁখি শুধু বলেছে, তার মাকে দেখাশোনার কেউ নেই। এ কারণে সে বাড়ি গেছে। কবে মা সুস্থ হবে, সে জানে না। তাই এখন ক্যাম্পে থাকতে পারছে না। তবে সে বলে গেছে ফুটবল খেলবে।’ এদিকে দুই দিন আগেই সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য সিরাত জাহান স্বপ্নাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ফুটবলকে বিদায় জানান। স্বপ্নার অবসর ঘোষণার দিনেই, দীর্ঘদিন ধরে নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া গোলাম রব্বানী ছোটন চাকরি ছাড়ছেন। এর আগে ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সাফজয়ী দলের আনুচিং মগিনি আর সাজেদা খাতুন। সূত্র : ঢাকা মেইল
সুমি/হককথা