ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি বাইডেনের

- প্রকাশের সময় : ০২:৩২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৬৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য গোলাবারুদ, কামান, সাঁজোয়া যানসহ সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন এই প্যাকেজটি ৩৭৫ মিলিয়ন আমেরিকান ডলারের। জাপানের সংবাদ সংস্থা কিয়োডো জানিয়েছে, হিরোশিমায় জি৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে এই প্যাকেজ ঘোষণা করা হয়।
শীর্ষ সম্মেলনে একটি আশ্চর্যজনক উপস্থিতির জন্য জেলেনস্কি শনিবার জাপানে অবতরণ করেন। বাইডেন ইউক্রেনের নেতাকে বলেছিলেন, ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র যথাসাধ্য চেষ্টা করছে। বাইডেন বলেছিলেন, ‘আমরা ইউক্রেনের পেছনে আছি এবং আমরা কোথাও যাচ্ছি না।’ জেলেনস্কি ওয়াশিংটনের সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা অনেক কৃতজ্ঞ।
আরোও পড়ুন । বন্যায় বিধ্বস্ত ইতালি, গৃহহীন হাজার হাজার মানুষ
আমরা কখনোই এটি ভুলব না। আপনাকে ধন্যবাদ।’ জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট নতুন প্যাকেজের জন্য এবং আজ অবধি ৩৭ বিলিয়ন আমেরিকান ডলারের আর্থিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। জি৭ দেশগুলো ইতিমধ্যে মস্কোকে শাস্তি দিতে এবং তাদের যুদ্ধ প্রচেষ্টাকে বাধা দেওয়ার লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা এবং অন্যান্য পদক্ষেপের একটি সেট উন্মোচন করেছে। এ ছাড়াও যুক্তরাষ্ট্র শক্তিশালী যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান প্রশিক্ষণের অনুমতি দিতে সম্মত হয়েছে, যা ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমানের চূড়ান্ত স্থানান্তরের ভিত্তি স্থাপন করতে পারে। সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স
বেলী/হককথা