নিউইয়র্ক ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘আপনি তো ভীষণ জনপ্রিয়’, মোদিকে বাইডেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ১৯১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ‘মুগ্ধ’ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টও। জি-সেভেন সম্মেলন উপলক্ষে জাপানে রয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানরা। এনডিটিভির খবরে বলা হয়েছে, মোদিকে দেখেই জড়িয়ে ধরেন বাইডেন। সম্মেলেনে ফাঁকেই ব্যক্তিগত আলাপচারিতায় মজেন বাইডেন, মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গ উঠে আসে। আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। ওয়াশিংটনে তার নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে প্রবাসী ভারতীয়রা অংশ নেবেন। হাজির থাকবেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন।

মজার ছলে বাইডেন বলেন, ‘আপনি আমার জন্য় বড় সমস্যা তৈরি করছেন। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনাদের জন্য নৈশভোজের আয়োজন করেছি। গোটা দেশের মানুষ সেখানে আসতে চাইছেন। কিন্তু টিকিটই তো নেই। টিকিট সব শেষ হয়ে গেছে।’ বাইডেন বলেন, ‘আপনি ভাবছেন আমি মজা করছি? আমার দেশের প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। এমন অনেকের থেকে আমি ফোন পেয়েছি যাদের সঙ্গে বহুদিন কোনও যোগাযোগ নেই। তারাও ফোন করে টিকিট চাইছে। অভিনেতা থেকে আত্মীয় সকলেই টিকিটের খোঁজ করছেন। আপনি তো অনেক জনপ্রিয়।’

আরোও পড়ুন । আফগানদের বিপক্ষে সাকিবকে ছাড়াই আত্মবিশ্বাসী টাইগাররা

ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বাইডেন বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আপনি প্রভাব ফেলেছেন। একটা পার্থক্য গড়ে দিয়েছেন। বাইডেনের সঙ্গে সহমত হন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ৯০ হাজার দর্শকের সামনে তাকে নিয়ে মোতেরা স্টেডিয়ামে ঘুরেছিলেন মোদি। সেই অনুভূতি বাইডেনের সঙ্গে ভাগ করে নেন অ্য়ালবানিজ। তারপরই যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টে বলেন, ‘আপনি তো খুব জনপ্রিয়। আমার তো আপনার অটোগ্রাফ নেওয়া উচিত।’

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘আপনি তো ভীষণ জনপ্রিয়’, মোদিকে বাইডেন

প্রকাশের সময় : ০১:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ‘মুগ্ধ’ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টও। জি-সেভেন সম্মেলন উপলক্ষে জাপানে রয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানরা। এনডিটিভির খবরে বলা হয়েছে, মোদিকে দেখেই জড়িয়ে ধরেন বাইডেন। সম্মেলেনে ফাঁকেই ব্যক্তিগত আলাপচারিতায় মজেন বাইডেন, মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গ উঠে আসে। আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। ওয়াশিংটনে তার নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে প্রবাসী ভারতীয়রা অংশ নেবেন। হাজির থাকবেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন।

মজার ছলে বাইডেন বলেন, ‘আপনি আমার জন্য় বড় সমস্যা তৈরি করছেন। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনাদের জন্য নৈশভোজের আয়োজন করেছি। গোটা দেশের মানুষ সেখানে আসতে চাইছেন। কিন্তু টিকিটই তো নেই। টিকিট সব শেষ হয়ে গেছে।’ বাইডেন বলেন, ‘আপনি ভাবছেন আমি মজা করছি? আমার দেশের প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। এমন অনেকের থেকে আমি ফোন পেয়েছি যাদের সঙ্গে বহুদিন কোনও যোগাযোগ নেই। তারাও ফোন করে টিকিট চাইছে। অভিনেতা থেকে আত্মীয় সকলেই টিকিটের খোঁজ করছেন। আপনি তো অনেক জনপ্রিয়।’

আরোও পড়ুন । আফগানদের বিপক্ষে সাকিবকে ছাড়াই আত্মবিশ্বাসী টাইগাররা

ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বাইডেন বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আপনি প্রভাব ফেলেছেন। একটা পার্থক্য গড়ে দিয়েছেন। বাইডেনের সঙ্গে সহমত হন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ৯০ হাজার দর্শকের সামনে তাকে নিয়ে মোতেরা স্টেডিয়ামে ঘুরেছিলেন মোদি। সেই অনুভূতি বাইডেনের সঙ্গে ভাগ করে নেন অ্য়ালবানিজ। তারপরই যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টে বলেন, ‘আপনি তো খুব জনপ্রিয়। আমার তো আপনার অটোগ্রাফ নেওয়া উচিত।’

বেলী/হককথা