অর্থনীতি অনাথ হলে আইএমএফ বাংলাদেশকে লোন দিত না : প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ১১:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ৪২ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোনো দেশের অর্থনীতি ভালো হলেই আইএমএফ লোন দেয়। অর্থনীতি অনাথ হলে আইএমএফ বাংলাদেশকে লোন দিত না। লোন পরিশোধের যথেষ্ট সামর্থ্য রয়েছে বলেই আইএমএফ বাংলাদেশকে লোন দিয়েছে। সোমবার (১৫ মে) বিকালে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা আমাদের ওপর স্যাংশন দেবে, তারা কাছ থেকে আর কোনো পণ্য কেনা হবে না। আমরা এখন কারও ওপর নির্ভরশীল নই। নিজেদের পণ্য আমরা উৎপাদন করতে পারি।’ ঘূর্ণিঝড় মোখায় দেশের যেসব এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুতই সেগুলো মেরামতের কাজ শুরু হয়ে গেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে আমরা রক্ষা পেয়েছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াসহ যে যখনই ক্ষমতায় এসেছে তারা নদীগুলো দখল করেছে। আমরা এসে নদীগুলো রক্ষা করেছি’। সূত্র : দৈনিক ইত্তেফাক
বেলী /হককথা