নিউইয়র্ক ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টেকফায়োস বৈশাখী মেলা ১৩ মে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / ৫০ বার পঠিত

হককথা ডেস্ক : আগামী ১৩ মে শনিবার বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) এর উদ্যোগে টেক্সাস ডালাসের, সাউথ ফোক র‌্যাঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকফায়োস বৈশাখী মেলা ১৪৩০। মেলায় সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফীডব্যাক, লাইস-আপে থাকবে লুমিন (ভোকাল), ফুয়াদ নাসের বাবু (কী-বোর্ড), তুষার দত্ত (ড্রামস্), ওয়াসী নাইম (বেজ ও লীড গিটার), রাসেল (লীড গিটার)।

মেলার অন্যতম আকর্ষন রম্য থাকবে নাটক-লটারী। বেলাল হোসেন ঢালী রচিত ও জিনাত হাকিম পরিচালিত নাটকে অভিনয় করবেন আজিজুল হাকিম, তারিন জাহান, আহমেদ রনি, নাযাহ হাকিম। পুরো আয়োজনটিতে উপস্থাপনায় থাকবে মুনিয়া। এছাড়াও মেলায় থাকবে বিভিন্ন ধরনের স্টল, বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন। স্টল ও স্পন্সরের জন্য ৮১৭ ৩০৩ ৯০৩১ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) ২০১০ থেকে এই আয়োজন করে আসছে, এবারেরটি সহ এটি তাদের ১১তম বেঙ্গলী নিউ ইয়ার ফেস্টিভালের আয়োজন।
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

টেকফায়োস বৈশাখী মেলা ১৩ মে

প্রকাশের সময় : ০৩:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

হককথা ডেস্ক : আগামী ১৩ মে শনিবার বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) এর উদ্যোগে টেক্সাস ডালাসের, সাউথ ফোক র‌্যাঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকফায়োস বৈশাখী মেলা ১৪৩০। মেলায় সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফীডব্যাক, লাইস-আপে থাকবে লুমিন (ভোকাল), ফুয়াদ নাসের বাবু (কী-বোর্ড), তুষার দত্ত (ড্রামস্), ওয়াসী নাইম (বেজ ও লীড গিটার), রাসেল (লীড গিটার)।

মেলার অন্যতম আকর্ষন রম্য থাকবে নাটক-লটারী। বেলাল হোসেন ঢালী রচিত ও জিনাত হাকিম পরিচালিত নাটকে অভিনয় করবেন আজিজুল হাকিম, তারিন জাহান, আহমেদ রনি, নাযাহ হাকিম। পুরো আয়োজনটিতে উপস্থাপনায় থাকবে মুনিয়া। এছাড়াও মেলায় থাকবে বিভিন্ন ধরনের স্টল, বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন। স্টল ও স্পন্সরের জন্য ৮১৭ ৩০৩ ৯০৩১ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) ২০১০ থেকে এই আয়োজন করে আসছে, এবারেরটি সহ এটি তাদের ১১তম বেঙ্গলী নিউ ইয়ার ফেস্টিভালের আয়োজন।
সুমি/হককথা