প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোট দিলেন এরদোয়ান
- প্রকাশের সময় : ০১:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ৪৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নির্বাচন উপলক্ষে রোববার দেশটিতে ভোট গ্রহণ চলছে। ইস্তাম্বুলের উস্কুদার জেলায় ভোট দেওয়ার পর এরদোয়ান বলেন, ‘কোনো সমস্যা ছাড়াই সারাদেশে ভোটের কার্যক্রম চলছে। আমাদের দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নাগরিকরাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন। আমরা সেই অঞ্চলে কোনো সমস্যার সম্মুখীন হইনি।’ আমাদের দেশ ও তুর্কি গণতন্ত্রের জন্য একটি ভালো ভবিষ্যত কামনা করছি। তিনি দেশটির সব নাগরিককে কোনো উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘তুরস্কের গণতন্ত্রের শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ।’রোববার স্থানীয় সময় সকাল ৮টায় দেশটির প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাখ লাখ তুর্কি ভোটার ভোট দিতে শুরু করেন।
আরোও পড়ুন। তুরস্কের নির্বাচনে নির্ধারিত হচ্ছে এরদোয়ানের ভবিষ্যৎ
তুরস্কে এবার ছয় কোটি ৪১ লাখের বেশি লোক ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। এদের মধ্যে প্রায় ১৭ লাখ ৬০ হাজার তুর্কি বিদেশে থেকে ভোট দিয়েছেন। এছাড়া দেশটিতে প্রায় ৪৯ লাখ লোক নতুন করে ভোটার হয়েছেন। দেশটিতে ভোটারদের জন্য মোট এক লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। প্রতিটি ভোটার দু’টি ব্যালটে ভোট দিবেন। এগুলোর মধ্যে একটি প্রেসিডেন্ট ও অন্যটি এমপি নির্বাচনের জন্য। দেশটিতে প্রেসিডেন্ট ও এমপির কার্যকালের মেয়াদ পাঁচ বছর।
প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা রিসেপ তাইয়েপ এরদোয়ান, প্রধান বিরোধী দলীয় প্রার্থী কামাল কিলিকদারোগ্লু ও সিনান ওগানকে ভোট দিবেন। যে প্রার্থী ৫০ ভাগের বেশি ভোট পাবেন, তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এবার তুরস্কে ৩০টিরও বেশি রাজনৈতিক দল এবং ১৫০টিরও বেশি স্বতন্ত্র সংসদীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্র : আনাদোলু এজেন্সি
সুমি/হককথা