নিউইয়র্ক ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১০ পেরিয়ে ফায়ারফক্স

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪
  • / ১৪৫০ বার পঠিত

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ১০ বছর পূর্ণ করেছে। অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স ব্রাউজার চালু হয় ২০০৪ সালের ৯ নভেম্বর। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের ব্রাউজার গুগল ক্রোম ও মাইক্রোসফটের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের পরেই জনপ্রিয়তার তালিকায় রয়েছে ফায়ারফক্সের নাম। তবে মজিলা ফায়ারফক্সই একমাত্র ব্রাউজার, যেটির প্রোগ্রামিং সংকেত উন্মুক্ত। এ ছাড়া রয়েছে দারুণ সব কাজের বাড়তি প্রোগ্রাম (অ্যাড-অন্স)।

মজিলার শীর্ষ এক কর্মকর্তা জানান, ‘ওয়েব হবে সবার জন্য উন্মুক্ত’—এমন চিন্তা থেকে কাজ করে যাচ্ছে মজিলা ফাউন্ডেশন; যেখানে সবার অধিকার থাকবে ওয়েবের সব তথ্যকে নিজের মতো কাজে লাগানো এবং ওয়েবের উন্নতি সাধন করা। মজিলা এবং বিশ্বব্যাপী মজিলার সব স্বেচ্ছাসেবক একযোগে কাজ করে যাচ্ছেন ওয়েবকে আরও সমৃদ্ধিশালী ও সুরক্ষিত করার জন্য। যাতে ওয়েবের একজন ব্যবহারকারী ওয়েব থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি যেন তাঁর ব্যক্তিগত তথ্যকেও নিরাপদ রাখতে পারেন।’

মজিলা ফাউন্ডেশন ২০০৪ সালে ফায়ারফক্স চালুর আগেই ১৫ জুন চালু করে অ্যাড-অন্স গ্যালারি। ২০০৮ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ফায়ারফক্স নামানো হয়েছে ৫০ কোটি বার। এ ছাড়া একই বছরে প্রকাশিত মজিলার ৩.০ সংস্করণটি ২৪ ঘণ্টার মধ্যে ৮০ লাখ বার ডাউনলোড হয়ে জায়গা করে নেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। ২০১১ সালে ফায়ারফক্স প্রথমবারের মতো চালু করে ‘ডু নট ট্র্যাক’ নামের বিশেষ সুবিধা। পরবর্তী সময়ে মোবাইলের জন্য বিশেষ সংস্করণের পাশাপাশি ১০টি ভাষায় চালু হয় ফায়ারফক্স। ২০১২ সালের ২৬ জুন পর্যন্ত ফায়ারফক্স অ্যাড-অন্স ডাউনলোড হয় ৩০০ কোটি। বর্তমানে অ্যাড-অনস গ্যালারিতে অ্যাড-অন্স রয়েছে প্রায় ১৭ হাজার।

বর্তমানে সারা বিশ্বে ফায়ারফক্স ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটি ছাড়িয়েছে। পুরো ব্রাউজারের প্রায় ৪০ ভাগ প্রোগ্রামিং কোড লিখে চলেছেন স্বেচ্ছাসেবকেরা। ৭৫টি ভাষায় ব্যবহার করা যাচ্ছে ফায়ারফক্স। সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ফায়ারফক্সের ১০ বছর পূর্তি। এ আয়োজনের নানা বিষয় জানা যাবে #ChooseIndependent, #fx10 ও #Firefox10 অনুসরণ করে। বিস্তারিত:www.firefox10.org

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

১০ পেরিয়ে ফায়ারফক্স

প্রকাশের সময় : ১১:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ১০ বছর পূর্ণ করেছে। অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স ব্রাউজার চালু হয় ২০০৪ সালের ৯ নভেম্বর। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের ব্রাউজার গুগল ক্রোম ও মাইক্রোসফটের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের পরেই জনপ্রিয়তার তালিকায় রয়েছে ফায়ারফক্সের নাম। তবে মজিলা ফায়ারফক্সই একমাত্র ব্রাউজার, যেটির প্রোগ্রামিং সংকেত উন্মুক্ত। এ ছাড়া রয়েছে দারুণ সব কাজের বাড়তি প্রোগ্রাম (অ্যাড-অন্স)।

মজিলার শীর্ষ এক কর্মকর্তা জানান, ‘ওয়েব হবে সবার জন্য উন্মুক্ত’—এমন চিন্তা থেকে কাজ করে যাচ্ছে মজিলা ফাউন্ডেশন; যেখানে সবার অধিকার থাকবে ওয়েবের সব তথ্যকে নিজের মতো কাজে লাগানো এবং ওয়েবের উন্নতি সাধন করা। মজিলা এবং বিশ্বব্যাপী মজিলার সব স্বেচ্ছাসেবক একযোগে কাজ করে যাচ্ছেন ওয়েবকে আরও সমৃদ্ধিশালী ও সুরক্ষিত করার জন্য। যাতে ওয়েবের একজন ব্যবহারকারী ওয়েব থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি যেন তাঁর ব্যক্তিগত তথ্যকেও নিরাপদ রাখতে পারেন।’

মজিলা ফাউন্ডেশন ২০০৪ সালে ফায়ারফক্স চালুর আগেই ১৫ জুন চালু করে অ্যাড-অন্স গ্যালারি। ২০০৮ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ফায়ারফক্স নামানো হয়েছে ৫০ কোটি বার। এ ছাড়া একই বছরে প্রকাশিত মজিলার ৩.০ সংস্করণটি ২৪ ঘণ্টার মধ্যে ৮০ লাখ বার ডাউনলোড হয়ে জায়গা করে নেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। ২০১১ সালে ফায়ারফক্স প্রথমবারের মতো চালু করে ‘ডু নট ট্র্যাক’ নামের বিশেষ সুবিধা। পরবর্তী সময়ে মোবাইলের জন্য বিশেষ সংস্করণের পাশাপাশি ১০টি ভাষায় চালু হয় ফায়ারফক্স। ২০১২ সালের ২৬ জুন পর্যন্ত ফায়ারফক্স অ্যাড-অন্স ডাউনলোড হয় ৩০০ কোটি। বর্তমানে অ্যাড-অনস গ্যালারিতে অ্যাড-অন্স রয়েছে প্রায় ১৭ হাজার।

বর্তমানে সারা বিশ্বে ফায়ারফক্স ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটি ছাড়িয়েছে। পুরো ব্রাউজারের প্রায় ৪০ ভাগ প্রোগ্রামিং কোড লিখে চলেছেন স্বেচ্ছাসেবকেরা। ৭৫টি ভাষায় ব্যবহার করা যাচ্ছে ফায়ারফক্স। সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ফায়ারফক্সের ১০ বছর পূর্তি। এ আয়োজনের নানা বিষয় জানা যাবে #ChooseIndependent, #fx10 ও #Firefox10 অনুসরণ করে। বিস্তারিত:www.firefox10.org