কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ সংবর্ধিত
- প্রকাশের সময় : ১২:৪২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ৭৯ বার পঠিত
হককথা রিপোর্ট: যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় ঢাকা জেলাবাসী’র পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয়েছে। সোমবার রাতে নিউইয়র্কের উডসাইডের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের দলীয় নেতা-কর্মী ও প্রবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগ দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগ দেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক ও কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ডাকসু’র সাবেক জিএস খায়রুল কবীর খোকন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, কেন্দ্রীয় জাসাস-এর আহŸায়ক হেলাল খান, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদ্য মনোনীত সদস্য জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান ভ‚ইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পা,া বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান এম আজীজ, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, এডভোকেট জামাল আহমেদ জনি, এমদাদুল হক কামাল, বাবুল চৌধুরী প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, সেলিম রেজা, এম সোহরাওয়ার্দী, প্রমুখ।
সাবেক ছাত্র নেতা আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভায় অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী আজহারুল হক মিল, মাজহারুল ইসলাম, রিপন মিয়া, যৌথভাবে সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ও সংবর্ধনা আয়োজক কমিটির সদস্য সচিব সোহরাব হোসেন।
সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন সহ কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপি’র কর্মকান্ডের প্রশংসা করেন এখন আমাদের একটিই দাবী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ। তিনি শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত ঐক্যদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহŸান জানান। অপরদিকে গিয়াস আহমেদ সহ দলীয় নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি দাবীর পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দও তাদের বক্তব্যে জিল্লু-গিয়াস ও মিল্টন ভূইয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন। (বিস্তারত আসছে)