আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে : জি এম কাদের

- প্রকাশের সময় : ১১:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৭৪ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে, আবার ভালোর দিকেও যেতে পারে। সামনের দিকে রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমন-পীড়নের মাধ্যমে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে। আসলে দেশের রাজনীতিতে সমস্যা আছে, সেটির সমাধান দেখছি না। তিনি গতকাল বুধবার তার বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। জি এম কাদের বলেন, জাপা নিজস্ব রাজনীতি নিয়ে মানুষের কাছে যাচ্ছে। নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে জাপা। কী করলে জনগণের ভালো হবে, সেটা বিবেচনা করেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরোও পড়ুন । খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাৎ, আন্দোলন জোরদারের আহ্বান
তিনি বলেন, আমরা যদি মনে করতে পারি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারব, তাহলে আমরা তাই করব। যদি আমাদের সেই শক্তি না থাকে, তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেব। তখন আমরা দেখব, কার সঙ্গে গেলে জনগণ বেশি উপকৃত হবে, সেদিকে আমরা লক্ষ রাখব। এ ব্যাপারে দলের নেতাকর্মী ও শীর্ষনেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, আমরা আশা করতে চাই আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনগুলো সুষ্ঠু হবে, ভোটাররা ভোট দিতে পারবেন। সেজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
জি এম কাদের আজ বরিশাল যাচ্ছেন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাপা দলীয় প্রার্থী ইকবাল হোসেন তাপসের পক্ষে প্রচারণায় অংশ নিতে আজ বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। বরিশাল বিমানবন্দর সংলগ্ন রহমতপুরে একটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর বিকালে তিনি ঢাকায় ফিরবেন। সূত্র : দৈনিক ইত্তেফাক
বেলী/হককথা