নিউইয়র্ক ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শুভমনের মন ভাঙলেন সারা !

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ৪৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সঙ্গে ক্রিকেটের যে কতটা নিবিড় সম্পর্ক রয়েছে তা সকলেরই জানা৷ একাধিক তারকাদের সঙ্গে প্রেম থেকে সুখের সংসার করছেন ক্রীড়াবিদরা ৷ বলিপাড়ার অন্দরে কান পাতলে সারা আলি খানের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছিল। ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাম জড়িয়েছে সারার। শোনা যাচ্ছে, সইফকন্যা সারার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন শুভমন গিল। অনেকদিন ধরে সারা ও শুভমনের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। প্রেমের জল্পনার মধ্যেই এবার শুভনের হৃদয় ভাঙলেন সারা৷ যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন৷ সম্প্রতি প্রিয় আইপিএল দল নিয়ে মুখ খুলেছেন সারা, তারপর থেকেই চর্চা তুঙ্গে ৷

একটি রেস্তোরাঁয় প্রথম দুজনকে একসঙ্গে দেখা যায়। এমনকি বিমানেও সারা ও শুভমনকে ডিনার করতে দেখা যায়৷ তারপর থেকেই শুরু হয় প্রেমের চর্চা। যদিও শুভমনের সঙ্গে রিলেশন নিয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন সারা। সম্প্রতি সারাকে প্রশ্ন করা হয় আইপিএলের কোন দল সবচেয়ে বেশি পছন্দের! সকলেই জানতেন গুজরাট টাইটান্সের কথাই বলবেন, কারণ এই দলেই রয়েছেন শুভমন গিল৷ কিন্তু এ তো পুরো উল্টো সুর গাইলেন সারা৷

সকলকে অবাক করে দিয়ে সারা বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের নাম৷ যা শোনা মাত্রই ভক্তরা হতাশ হয়ে পড়েছেন। সারার মুখ থেকে এই নাম শোনার পর থেকেই ভক্তরা নানা প্রশ্ন তুলেছেন৷ সারা বলেন, এই নিয়ে কোনোরকম সন্দেহ থাকতেই পারে না৷ আমি নিজে নীল রঙের পোশাক পরে এসেছি৷ মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিও নীল রঙের৷ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য শুভ কামনাও জানিয়েছেন সারা আলি খান৷ সূত্র : ঢাকা মেইল

বেলী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শুভমনের মন ভাঙলেন সারা !

প্রকাশের সময় : ১২:১৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সঙ্গে ক্রিকেটের যে কতটা নিবিড় সম্পর্ক রয়েছে তা সকলেরই জানা৷ একাধিক তারকাদের সঙ্গে প্রেম থেকে সুখের সংসার করছেন ক্রীড়াবিদরা ৷ বলিপাড়ার অন্দরে কান পাতলে সারা আলি খানের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছিল। ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাম জড়িয়েছে সারার। শোনা যাচ্ছে, সইফকন্যা সারার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন শুভমন গিল। অনেকদিন ধরে সারা ও শুভমনের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। প্রেমের জল্পনার মধ্যেই এবার শুভনের হৃদয় ভাঙলেন সারা৷ যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন৷ সম্প্রতি প্রিয় আইপিএল দল নিয়ে মুখ খুলেছেন সারা, তারপর থেকেই চর্চা তুঙ্গে ৷

একটি রেস্তোরাঁয় প্রথম দুজনকে একসঙ্গে দেখা যায়। এমনকি বিমানেও সারা ও শুভমনকে ডিনার করতে দেখা যায়৷ তারপর থেকেই শুরু হয় প্রেমের চর্চা। যদিও শুভমনের সঙ্গে রিলেশন নিয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন সারা। সম্প্রতি সারাকে প্রশ্ন করা হয় আইপিএলের কোন দল সবচেয়ে বেশি পছন্দের! সকলেই জানতেন গুজরাট টাইটান্সের কথাই বলবেন, কারণ এই দলেই রয়েছেন শুভমন গিল৷ কিন্তু এ তো পুরো উল্টো সুর গাইলেন সারা৷

সকলকে অবাক করে দিয়ে সারা বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের নাম৷ যা শোনা মাত্রই ভক্তরা হতাশ হয়ে পড়েছেন। সারার মুখ থেকে এই নাম শোনার পর থেকেই ভক্তরা নানা প্রশ্ন তুলেছেন৷ সারা বলেন, এই নিয়ে কোনোরকম সন্দেহ থাকতেই পারে না৷ আমি নিজে নীল রঙের পোশাক পরে এসেছি৷ মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিও নীল রঙের৷ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য শুভ কামনাও জানিয়েছেন সারা আলি খান৷ সূত্র : ঢাকা মেইল

বেলী / হককথা