ওয়েস্টমিনিস্টার অ্যাবের পথে রাজা তৃতীয় চার্লস

- প্রকাশের সময় : ০৯:১৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ৫৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের রাজকীয় শোভাযাত্রা শুরু হয়েছে। কুইন কনসর্ট ক্যামিলাকে নিয়ে ডায়মন্ড জুবিলি কোচে করে বাকিংহ্যাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবের পথে রওনা দিয়েছেন চার্লস।
ইতিহাসের স্বাক্ষী হতে এবং রাজাকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তারা হাত নেড়ে রাজাকে অভিবাদন জানান।
নানান রাজকীয় আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের।
তার আগে ব্রিটেনে কোনো রাজা বা রানির রাজ্যাভিষেক হয়েছিল ১৯৫৩ সালে। অর্থাৎ ৭০ বছর আগে। দীর্ঘ সাত দশক পর আবারও ব্রিটেন ও বিশ্ববাসী ইতিহাসের স্বাক্ষী হচ্ছেন। আর এ কারণে এ নিয়ে মানুষের আগ্রহটা বেশি।
যে ডায়মন্ড জুবিলি কোচে করে বাকিংহ্যাম প্যালেস থেকে রাজা ওয়েস্টমিনিস্টার অ্যাবে যাচ্ছেন সেটি ২০১২ সালে অস্ট্রেলিয়ায় তৈরি করা হয়েছিল। রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনামলের ৬০ বছর পূর্তির স্মৃতি হিসেবে তৈরি হয়েছিল আকর্ষণীয় কোচটি। পুরোনো দিনের মতো এ কোচটি চালাতে ব্যবহার করা হয় ঘোড়া। তবে রাজা এবং রানি যেন আরামে থাকতে পারেন সেজন্য কোচটির ভেতরে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে।
অবশ্য ব্রিটেনের সবাই যে রাজার রাজকীয় অভিষেক নিয়ে আনন্দ বা উৎসবে মেতে আছেন তা নয়। চার্লসের অভিষেকের সবচেয়ে স্মরণীয় মুহূর্তেও অনেকে এটির বিরোধিতা করেছেন। অনেকে অভিষেকের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন। এসব আন্দোলনকারী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তাদের মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ।সূত্র : ঢাকা পোস্ট
নাছরিন/হককথা