সুদানে আটকে পড়া বাংলাদেশিদের সহযোগিতার আশ্বাস সৌদির

- প্রকাশের সময় : ১২:০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১০৬ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : সুদানে যুদ্ধাবস্থার কারণে সেখান আটকে পড়া ৬০০র বেশি বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় আছে। পোর্ট অব সুদানের একটি ক্যাম্পে ইতিমধ্যেই বাংলাদেশিরা জড়ো হয়েছে। সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য এখন সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে বলে জানান সুদানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। রাষ্ট্রদূত আহমেদ বলেন, বাংলাদেশিদের প্রথমে সৌদি আরবের জেদ্দায় আনার চেষ্টা চলছে। এখন বিষয়টি নির্ভর করছে সৌদি আরব কর্তৃপক্ষের কাছ থেকে জাহাজ পাওয়ার ওপর। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে জাহাজ পেলে সমুদ্রপথে বাংলাদেশিদের জেদ্দায় আনা হবে। সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার প্রধান মাজেন বিন হামাদ আল হামালির সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এদিকে সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের তাদের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কর্তৃপক্ষকে প্রাথমিক নিশ্চয়তা প্রদান করেন। অপরদিকে, প্রায় ১১ ঘণ্টার বাস ভ্রমণ করে খার্তুম থেকে পোর্ট অব সুদানে এসেছেন বেশ কিছু বাংলাদেশী। খার্তুম থেকে এ বন্দরটির দূরত্ব ৮০০ কিলোমিটারেরও বেশি। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল সুদানে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের সমুদ্রপথে জেদ্দা নেওয়ার পর সেখান থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
সৌদি আরবে বাংলাদেশে দূতাবাসের একজন কর্মকর্তা বলেছেন, সৌদি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জেদ্দা পর্যন্ত আসার পর তাদের দেশে পাঠানোর দায়িত্ব বাংলাদেশ দূতাবাসের। সুদানের সামরিক নেতৃত্বের দুই অংশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের কারণে এপ্রিল মাসের মাঝামাঝি তুমুল সহিংসতা শুরু হয়। খার্তুম শহরে বোমা বিস্ফোরণ, গোলাবর্ষণ অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ আগেই তাদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। সূত্র : দৈনিক ইত্তেফাক
বেলী / হককথা