যুক্তরাষ্ট্রের আরও একটি ব্যাংকের পতন
- প্রকাশের সময় : ০১:৩০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ৪৪ বার পঠিত
হককথা ডেস্ক : ‘ফার্স্ট রিপাবলিক ব্যাংক’ নামে যুক্তরাষ্ট্রের আরও একটি বৃহৎ ব্যাংকের পতন হয়েছে। সোমবার এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ‘ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল প্রোটেকশন অ্যান্ড ইনোভেশন’ (ডিএফপিআই) বলেছে, তারা ফার্স্ট রিপাবলিক ব্যাংক বন্ধ করে দিয়েছে। এছাড়া এ ব্যাংকটির সম্পদ জেপি মরগান চেজ ও ন্যাশনাল অ্যাসোসিয়েশনের নিকট বিক্রি করার জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে।
এ বিষয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যস্থতায় জেপি মরগান চেজ সমস্যাগ্রস্থ যুক্তরাষ্ট্র ব্যাংক ফার্স্ট রিপাবলিকের যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত নিয়ে কাজ করা ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে সোমবার এ ফার্স্ট রিপাবলিক ব্যাংক ভেঙে পড়েছে (অর্থাৎ, এ ব্যাংকটি বন্ধ হয়ে গেছে)। গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘ফার্স্ট রিপাবলিক ব্যাংক’-এর সমস্ত ডিপোজিট (জমা থাকা অর্থ) ও বেশিরভাগ সম্পত্তি নেবে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং জায়ান্ট জেপি মরগান।
আরোও পড়ুন । দেশে মূল্যায়ন না পাওয়ায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন নাসির
ফার্স্ট রিপাবলিক হলো সাম্প্রতিক মাসগুলোতে পতন হওয়া তৃতীয় যুক্তরাষ্ট্র ব্যাংক। এ ঘটনা যুক্তরাষ্ট্রে বৃহত্তর ব্যাংকিং সংকটের আশঙ্কাকে উস্কে দিচ্ছে। সান ফ্রান্সিসকো-ভিত্তিক ঋণদাতা ব্যাংকটির শেয়ারের দর গত সপ্তাহে ৭৫ শতাংশ কমে যায়। এরপর ফার্স্ট রিপাবলিক ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকরা মার্চ মাসে ১০০ বিলিয়ন ডলারের আমানত তুলে নিলে একটি আর্থিক সংকটের সৃষ্টি হয় এবং তা এ ব্যাংকটির পতন ডেকে আনে। এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক ও আরেকটি যুক্তরাষ্ট্র ঋণদাতা সংস্থা সিগনেচার ব্যাংকের পতন হয়।
সূত্র : বিবিসি, সিএনএন
বেলী / হককথা