বোনকে বিলাসবহুল বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট
- প্রকাশের সময় : ০২:০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ৫০ বার পঠিত
বিনোদন ডেস্ক : ক্যারিয়ার হোক বা পার্সোনাল লাইফ সবকিছুতেই আলোচনায় থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। হিন্দি ছবির গণ্ডি পেড়িয়ে হলিউডি ছবিতে অভিষেক, রণবীর কাপুরের সঙ্গে বিয়ে, রাহার জন্ম সব কিছু নিয়ে বিনোদন খবরের শীর্ষে থাকেন মহেশ কন্যা আলিয়া ভাট। এরই মাঝে জানা গেলো নিজের জন্য একটা বিলাসবহুল বাড়ি কিনেছেন বলিউডের গ্ল্যাম ডল আলিয়া ভাট।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের প্রোডাকশন হাউজের তরফ থেকে দামী বাড়ি কিনেছেন আলিয়া। সেই সঙ্গে আবার দুটি ফ্ল্যাট বোন শাহিন ভাটকে উপহার দিয়েছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ২৪৯৭ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির দাম ৩৭.৮০ কোটি টাকা। আর বোনকে উপহার দেওয়া ২০৮৬ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির দাম ৭.৬৮ কোটি টাকা। পালি হিলের অরিয়াল ভিউ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এখন আলিয়া ভাটের নতুন বাড়ির ঠিকানা।
আরোও পড়ুন । অর্জুন পারেন না বলেই মালাইকা কাজটি করেন !
আরও জানা যায়, শাহিন ভাটকে যে ফ্ল্যাটটি উপহার দিয়েছেন সেটা মুম্বাইয়ের জুহু এলাকাতে।বেশ কয়েকবার কাজ পরিদর্শনে গিয়ে ফটো সাংবাদিকদের ক্যামেরাবন্দী হয়েছেন রণবীর। প্রথম বিবাহবার্ষিকীতে আলিয়াকে নিয়েই সেখানে গিয়েছিলেন জুনিয়র কপুর।
সম্প্রতি আলিয়া ও রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, জুতা বাইরে খুলে আদিত্য চোপড়ার বাড়িতে ঢুকছেন তারা। সেখানেই দেখা যায় আলিয়া তার পায়ের জুতা খুলতেই সেগুলো হাতে নিয়ে ঘরের ভেতর রাখছেন রণবীর! নেটিজেনদের মতে, সঙ্গী এরকমই হওয়া উচিত। এছাড়া আলিয়া ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি মনে করি ৬ নভেম্বর থেকে সেরা ফটোগ্রাফার হয়ে উঠেছি। এটাই আমার পৃথিবী।’ নেটিজেনদের একটা বড় অংশ ও সতীর্থরা রণবীর-রাহার সুন্দর মুহূর্তটির প্রতি নিজেদের ভালোবাসা জাহির করেছেন।
সুমি/হককথা