মিঠুনের প্রথম স্ত্রী এখন কোথায়
- প্রকাশের সময় : ০১:৩৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ৪১ বার পঠিত
বিনোদন ডেস্ক : বলিউড তথা টলিউডের সফলতম সুপারস্টারদের মধ্যে একজন মিঠুন চক্রবর্তী। কলকাতার ছেলে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন মুম্বাইতে। তারপর কার্যত মাথার ঘাম পায়ে ফেলে বলিউডে পরিচিতি পেতে শুরু করেন তিনি। তিনটি জাতীয় পুরস্কারজয়ী মিঠুন এখনও সমান সক্রিয় অভিনয় জগতে। পেশাগত জীবনের মতোই মিঠুনের ব্যক্তিগত জীবনও সমান ঘটনাবহুল। ইন্ডাস্ট্রিতে নাম করার পর খুব কম সময়েই সব নায়িকাদের ক্রাশ হয়ে উঠেছিলেন তিনি। অনেকেই পড়ে গিয়েছিলেন প্রেমে। তাদের মধ্যেই একজন ছিলেন হেলেনা লিউক, যিনি ছিলেন অভিনেতার প্রথম স্ত্রী।
অনেকেই জানেন, দুবার বিয়ে করেছিলেন মিঠুন। তবে তার প্রথম বিয়ের মেয়াদ ছিল নগণ্য। ‘সাথ সাথ’, ‘আও পেয়ার করে’, ‘দো গুলাব’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন হেলেনা। মিঠুনের সঙ্গে প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ে যান তারা একে অপরের আর বিয়ে করার সিদ্ধান্ত নেন। ১৯৭৯ সালে বিয়ে করেন মিঠুন ও হেলেনা। কিন্তু তাদের বিয়ে সুখের হয়নি। মাত্র চার মাসেই আলাদা হয়ে যান তারা। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডকেও বিদায় জানান হেলেনা। বর্তমানে এক এয়ারলাইনস প্রতিষ্ঠানে চাকরি করছেন তিনি। থাকেন নিউইয়র্কে। নতুন পরিবারও হয়েছে হেলেনার।
আরোও পড়ুন । মাদকসহ গ্রেপ্তার বলিউড অভিনেত্রী
অন্যদিকে প্রথম বিয়ে ভাঙার পর অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে পরিচয় হয় মিঠুনের। দুজনে প্রেম করার পর ফের বিয়ে করেন তারা। চার ছেলে মেয়েকে নিয়ে এখন ভরা সংসার মিঠুন-যোগিতার। তবে অভিনেতাকে বিয়ের পর যোগিতা বালিও ছেড়ে দেন অভিনয়। সূত্র : ঢাকা মেইল
বেলী / হককথা