টুইটারে ব্লু টিক হারিয়ে অমিতাভ বললেন…
- প্রকাশের সময় : ১২:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ৫৫ বার পঠিত
বিনোদন ডেস্ক : বিষয়টি ইলন মাস্ক আগেই ঘোষণা দিয়েছিলেন। ২০ এপ্রিল থেকে টুইটার ব্যবহারকারীরা তাদের নামের পাশে নীল টিক চিহ্ন বা ‘ব্লু টিক’ হারাবেন। বাস্তবে হলোও তাই। আজ নেট দুনিয়ায় এ নিয়েই আলোচনা। ব্লু টিক হারিয়েছেন অনেক প্রখ্যাতব্যক্তিবর্গ। তালিকা থেকে বাদ যাননি অভিনেতারাও। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও তাদের একজন। ব্লু টিক হারিয়ে কিছুটা হালকা মেজাজও হারালেন যেন। বর্ষীয়ান এই অভিনেতা টুইটারে বেশ সক্রিয়। আপডেট দেন নিয়মিত। আর যখন ব্লু টিক হারালেন তা নিয়েও দিলেন পোস্ট। টি৪৬২৩ সংখ্যক টুইটে আজ দুপুরে অমিতাভ রসিকতা করে লিখলেন, “ও টুইটার ভাই, শুনতে পাচ্ছেন? এ বারতো টাকা দিয়েছি ওই যে নীল টিকটা হয় না, আমার নামের আগে আবার জুড়ে দিন।
আরোও পড়ুন। একসঙ্গে ঈদ করলেন আমির-সালমান
তা হলে লোকজন বুঝবে, আমিই সেই অমিতাভ বচ্চন হাত তো আগেই জোড় করেছি। এ বার কি পা ধরব ?” এতদিন আসল ও ফেক অ্যাকাউন্টের মধ্যে তফাত বুঝাতো টুইটারের নীল টিক। গত বৃহস্পতিবার থেকে বিনামূল্যে সেই সুবিধা আর পাচ্ছেন না ব্যবহারকারীরা।মাসে নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফি দিয়ে এই সুবিধা মিলবে এখন। ইলন মাস্কের ঘোষণার পর বহু তারকাই সাবস্ক্রাইব করেছেন টাকা দিয়ে। অমিতাভও করেছিলেন, কিন্তু তিনি নির্ধারিত দিনের পর ব্লু টিকের সুবিধা আর পাননি। তাই টুইট করেছেন কিছুটা প্রতিবাদ ও মজার ছলেই। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে টুইটটি ভিউ ১৭ লাখ পেরিয়েছে। সূত্র : মানবজমিন
সুমি/হককথা