আল-আকসার বাব-আল রাহমা তোরণ ভেঙে দিলো ইসরায়েল

- প্রকাশের সময় : ১১:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ১০২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : আল-আকসা মসজিদের বাব-আল রাহমা নামে প্রবেশ তোরণটি ভেঙে ফেলেছে ইসরায়েলি সেনারা। এর ফলে ঈদের সময়েও সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।গতকাল রবিবার (২৩ এপ্রিল) ইরানভিত্তিক গণমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়, শনিবার ঈদুল ফিতরের দ্বিতীয় দিন দুপুরে ইসরায়েলি সেনারা আল-আকসা মসজিদের বাব-আল রাহমা নামক প্রবেশ-তোরণে হামলা চালিয়ে এই তোরণ উপড়ে ফেলেছে! ফলে পরিস্থিতি আবারও উত্তেজনাময় হয়ে উঠেছে।
আরোও পড়ুন। আল-আকসার ইমামকে তুলে নিয়ে ইসরায়েলি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ
এতে আরও বলা হয়, এর আগে পবিত্র রমজানে মসজিদুল আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি হানাদার ও দখলদাররা নৃশংস হামলা চালালে এর জবাবে ইসরায়েলের ওপর দক্ষিণ লেবানন, সিরিয়ার গোলান ও ফিলিস্তিনের গাজা থেকে ইসরাইলে শত শত রকেট হামলা চালানো হয়। ফলে পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয় নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলি কর্তৃপক্ষ।
সুমি/হককথা