‘ ভালবাসার মূল্য কত প্রিমিয়ার শো ’
- প্রকাশের সময় : ০২:৪৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ৬৭ বার পঠিত
তরিকুল ইসলাম মিঠু : গত ৮ ই এপ্রিল শনিবার নিউইয়র্কের কুইন্স সেন্ট্রাল লাইব্রেরীর অডিটোরিয়ামে হয়ে গেলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ ভালবাসার মূল্য কত ?”এর প্রিমিয়ার শো। আমেরিকায় অবৈধ বাংলাদেশী ইমিগ্রান্টদের জীবনের গল্প নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্য এই চলচ্চিত্র প্রদর্শণী উপভোগ করার জন্য জড়ো হয়েছিলেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন পেশাজীবি মানুষ সহ বিপুল সংখ্যক দর্শক।
কুইন্স লাইব্রেরীর ইতিহাসে এটাই প্রথম কোন বাংলা সর্ট মুভি য কিনা লাইব্রেরীহলের বড় পর্দায় প্রদর্শণের সুযোগ পেলো। দুপুর ১ টায় শুরু হয় ভিন্নধর্মী এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শণী এবং দর্শক অনুরোধে পরপর দু’বার প্রদর্শন করা হয়। আগত দর্শক বিপুল উৎসাহ ও উদ্দিপনা নিয়ে সবাই উপভোগ করেন।
বিগত কিছুদিন ধরেই ব্যাপক প্রচারণা ও আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যে সর্ট ফিল্মটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রদর্শনী শেষে দর্শক মতামতে জানা যায় তারা দারুন উপভোগ করেছেন।
তারা আরও জানান, ভিন্নধর্মী গল্প, অনবদ্য অভিনয় এবং চমৎকার নির্মাণ শৈলীর কারণে সবার হৃদয় ছুঁয়ে গেছে। একদল উদ্যোমী নবাগত কলাকুশলীর অংশগ্রহণে এটি সম্পূর্ণ নিউইয়র্কে চিত্রায়িত হয়েছে। আমেরিকায় বাংলাদেশী কমিউনিটির উত্থানের পিছনে অসংখ্য অবৈধ বাংলাদেশী ইমিগ্রান্টের অবদান ও ত্যাগের গল্প উঠে এসেছে এখানে।
প্রদর্শণী শেষে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় শিল্পী তরিকুল ইসলাম মিঠু জানান এই সর্ট ফিল্মে অভিনয়ের মাধ্যমে কমিউনিটির মানুষের কথা তুলে ধরতে পেরে তিনি ভীষণ আনন্দিত। পরিচালক সাইয়েদ আর ইমন জানান এটি নির্মাণ ছিলো তার জন্য একটা চ্যালেন্জ। দর্শকরা উপভোগ করেছেন এবং খুশি হয়েছেন এতে তিনি দারুণ অনুপ্রাণিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যানি ফেরদৌস, নিরা কাদরী, জাফর ফেরদৌস, শাইখ সিরাজ, সেলিনা শারমিন, শাহিদা শিকদার হাই, এ্যাটর্ণী ক্যাথি পোলিয়াস, অলিভ আহমেদ, চন্দন চৌধুরী, জাহিদ করিম, সারওয়ার প্রেমেল, আবুল কাশেম, সাইয়েদ আল আমিন রাসেল, শাহনেওয়াজ কোরেশী, মামুন রশীদ, কাজী হেলাল আহমেদ প্রমুখ।